HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

পাহাড়ি ঢলের স্রোত থেকে শিশুদুটিকে রক্ষাকারী ব্যক্তি তাদের পিতা নন

বুম বাংলাদেশ দেখেছে, ওমানে আকস্মিক পাহাড়ি ঢলে ভেসে যাওয়ার সময় শিশুদুটিকে আলি নাসের নামের এক ব্যক্তি উদ্ধার করেন।

By - Ummay Ammara Eva | 22 July 2022 2:40 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে দুটি শিশুকে পাহাড়ি ঢলের তীব্র স্রোত থেকে উদ্ধারের একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, শিশু দুটির বাবা জীবনের ঝুঁকি নিয়ে তাদের উদ্ধার করেছেন, বাবা তো স্বার্থের উর্ধ্বে। এমন কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

গত ২ জুলাই 'Infinity Bangladesh' নামের একটি পাবলিক গ্রুপে 'Bsl Nekil Patwari' নামের একটি আইডি থেকে এমন একটি ভিডিও শেয়ার করে বলা হয়, "বাবা সে তো স্বার্থের অনেক উর্ধ্বে"। স্ক্রিনশট দেখুন---


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওতে দৃশ্যমান শিশুদুটিকে উদ্ধারকারী ব্যক্তি তাদের পিতা নন। ওমানের বাদি বাহলা এলাকায় সৃষ্ট আকস্মিক পাহাড়ি ঢলে ভেসে যাওয়ার সময় আলী বিন নাসের আল-ওয়ার্দি নামের এক ব্যক্তি শিশুদুটিকে উদ্ধারের সময় ভিডিওটি ধারণ করা হয়।

ভিডিওটি থেকে কী ফ্রেম কেটে রিভার্স ইমেজ সার্চ করে ওমানের পত্রিকা 'Times of Oman' এর অনলাইন ভার্সনে গত ২৫ জুন 'Man risks life to save two children stuck in a wadi in Oman' শিরোনামে প্রকাশিত এ সংশ্লিষ্ট একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, ওমানের বাদি বাহলার আল-দাখিলিয়া এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ি ঢলে ভেসে যাওয়ার সময় শিশু দুটিকে উদ্ধার করেন আলী বিন নাসের আল-ওয়ার্দি নামের এক ব্যক্তি। ঘটনার সময়ে আলী বিন নাসের তাঁর বাবার সাথে হঠাৎ শুরু হওয়া বৃষ্টি নিয়ে কথা বলছিলেন, তখন শিশুদুটির চিৎকার শুনতে পেয়ে তারা দুজনে বাড়ির বাইরে এসে শিশুদুটিকে ঢলের তীব্র স্রোতে ভেসে যেতে দেখেন। তখন সাথে সাথে আলী বিন নাসের শিশুদুটিকে উদ্ধার করতে পানিতে নেমে পড়েন। ওই প্রতিবেদনের স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি দেখুন এখানে

একইভাবে সার্চ করে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক পত্রিকা 'Gulf News'-এ ২৬ জুন 'Video: Omani hailed as hero after he saves two children from drowning in flash floods' শিরোনামে আলোচ্য ভিডিও সহ একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয়, ওমানের বাদি বাহলা এলাকায় দুই শিশুকে জীবনের ঝুঁকি নিয়ে আকস্মিক পাহাড়ি ঢলে ভেসে যাওয়া থেকে উদ্ধারের ফলে ওই ব্যক্তিকে ওমানের মানুষ বীর হিসেবে প্রশংসা করছেন। স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি দেখুন এখানে

মূলত, গত জুন মাসে ওমানের বাদি বাহলা অঞ্চলে ভারীবর্ষণের ফলে আকস্মিক পাহাড়ি ঢলের সৃষ্টি হয়। ওই সময়ে দুটি শিশু ঢলের তীব্র স্রোতে ভেসে যাওয়ার সময় তাদের চিৎকার শুনে তাদেরকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দা আলী বিন নাসের আল-ওয়ার্দি। প্রতিবেদনগুলো থেকে এটা নিশ্চিত যে, আলী বিন নাসের ওই শিশুদের পিতা নন। তবে শিশুদুটি নাসেরের পূর্ব পরিচিত কিনা এবং শিশুদের পরিচয় আলাদাভাবে নিশ্চিত করা যায়নি।

অর্থ্যাৎ ওমানে পাহাড়ি ঢলে ভেসে যাওয়ার সময় দেখতে পেয়ে শিশুদুটিকে উদ্ধার করেন আলী বিন নাসের নামের এক ব্যক্তি, যাকে ভিত্তিহীনভাবে ওই শিশুদের পিতা দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories