সামাজিক মাধ্যম ফেসবুকের একটি পেজ থেকে একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, ছবিটি সাবেক ব্রাজিলিয়ান ফুটবল তারকা রোনালদিনহোর ছোট বেলায় তোলা এবং ছবিতে রোনালদিনহোর সাথে আছেন তাঁর বাবা। এরকম একটি পোস্ট দেখুন এখানে।
গত ২১ আগস্ট 'FC Sports' নামের একটি ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে লেখা হয়, "Ronaldinho and his Father"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ছবিতে উপস্থিত ব্যক্তি রোনালদিনহোর বাবা নন বরং রোনালদিনহোর বড় ভাই রবার্তো ডি আসিস মোরেইরা।
ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে স্পোর্টস ব্রিফ নামে একটি ওয়েবসাইটে "Rare Photo of Brazilian Legend Ronaldinho and His ‘Biggest Football Mentor’ Roberto De Assis Emerges" শিরোনামে প্রকাশিত একটি নিবন্ধে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। ওই নিবন্ধে বলা হয়, রোনালদিনহোর ছোটবেলায় তোলা ওই ছবিতে তাঁর সাথে উপস্থিত রয়েছেন তাঁর বড় ভাই রবার্তো ডি আসিস মোরেইরা, তিনিও একজন ফুটবলার ছিলেন। স্ক্রিনশট দেখুন--
এছাড়া অপেরা নিউজ নামে একটি ওয়েবসাইটে "Meet Ronaldinho's Elder Brother 'Roberto de Assis Moreira' Who Happens to Be His Idol and Mentor" শিরোনামে এবং terceirotempo নামে একটি ওয়েবসাইটে "ASSISI" শিরোনামে প্রকাশিত নিবন্ধেও ছবিটি একই তথ্যসহ খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ ছবিতে ছোট্ট রোনালদিনহোর সাথের ব্যক্তি তাঁর বাবা নন বরং তার বড় ভাই রোবার্তো ডি আসিস মোরেইরা।
সুতরাং বড় ভাইয়ের সাথে সাবেক ফুটবল তারকা রোনালদিনহোর শৈশবের একটি ছবি দিয়ে দাবি করা হচ্ছে সাথের ব্যক্তি রোনালদিনহোর বাবা; যা বিভ্রান্তিকর।