সম্প্রতি ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে মুম্বাইয়ের বাসিন্দা শিনীল তিলওয়ানির চাকরি ছেড়ে ব্যবসা করে ৩ বছরে কোটিপতি হওয়ার একটি খবর একাধিক অনলাইন পোর্টালের লিংকসহ পোস্ট করা হচ্ছে। এমন দুটি পোস্ট দেখুন এখানে এবং এখানে।
গত ৬ অক্টোবর 'বেকার জীবন' নামের ফেসবুক পেজ থেকে অনলাইন পোর্টালের লিংক পোস্ট করে লেখা হয়, "সাহস করে চাকরি ছেড়ে ব্যবসা করে ৩ বছরে হলেন কোটিপতি" ।
হুবহু একই শিরোনামে প্রকাশিত অনলাইন পোর্টালের খবরটিতে ডেটলাইন "5 September 2021" এবং খবরের সূত্র হিসাবে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের নাম উল্লেখ করা হয়েছে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, খবরটি সাম্প্রতিক নয়।
২০১৯ সালে ভারত ও বাংলাদেশের একাধিক গণমাধ্যমে এই খবরটি প্রকাশিত হয়েছিল। তন্মধ্যে 'ভাগ্য বদলে দিল কাঠের হাতি, চাকরি ছেড়ে ব্যবসা করে কোটিপতি মুম্বাইয়ের শিনীল' শিরোনামে ভারতের বাংলাভাষী প্রভাবশালী গণমাধ্যম দৈনিক আনন্দবাজারের অনলাইন সংস্করণে শিনীল তিলওয়ানি নিয়ে একটি ফটো স্টোরি প্রকাশিত হয় ২০১৯ সালের ২৬ অক্টোবর। আনন্দবাজারে প্রকাশিত উক্ত প্রতিবেদনটির বিবরণ অংশ কপি করে আলোচ্য অনলাইন পোর্টালে প্রকাশ করা হচ্ছে। মূল খবরের স্ক্রিনশট দেখুন--
পরবর্তীতে ২০১৯ সালের ২৬ অক্টোবর অর্থাৎ একই তারিখে শিনীলকে নিয়ে ফটো স্টোরি প্রকাশ করে অনলাইন ভিত্তিক গণমাধ্যম জাগোনিউজ ডটকম। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ মুম্বাইয়ের বাসিন্দা শিনীল তিলওয়ানির চাকরি ছেড়ে ব্যবসায় সাফল্য লাভের ২ বছর পুরোনো সংবাদমূল্যহীন খবরকে অপ্রাসঙ্গিকভাবে নতুন করে প্রকাশ করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।