সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রেডসে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে ভারতীয় অভিনেত্রী রাশ্মিকা মান্দানা অশ্লীল ভঙ্গিতে লিফটে প্রবেশ করছেন। এরকম একটি পোস্ট দেখুন এখানে। সামাজিক মাধ্যম ফেসবুকেও ভিডিওটি প্রচারিত হয়েছে, দেখুন এখানে।
গত ১৬ ডিসেম্বর ‘rashmika_8125’ নামক ইউজার নেম এর একটি থ্রেডস অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ভিডিওটি বিভ্রান্তিকর। ভিন্ন এক নারীর ভিডিওকে প্রযুক্তির সাহায্যে সম্পাদনা করে আলোচ্য ডিপফেক ভিডিওটি তৈরি করা হয়েছে।
আলোচ্য ভিডিও থেকে কি-ফ্রেম নিয়ে ছবি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে সামাজিক মাধ্যম ‘ইনস্টাগ্রাম’-এ গত ২১ এপ্রিল “harshita_offical_” ইউজারনেম এর একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটির স্ক্রিনশট দেখুন--
ভিডিওর কমেন্ট বক্সে 'missy_zeexx' ইউজারনেম আরো একটি ‘ইনস্টাগ্রাম’ অ্যাকাউন্টকে মেনশন করতে দেখা যায়। পরবর্তীতে অ্যাকাউন্টটিতেও আলোচ্য মূল ভিডিওটি পাওয়া যায়। অ্যাকাউন্টটি পর্যালোচনা করে আরো ভিডিও কন্টেন্ট থেকে নিশ্চিত হওয়া যায় ভিডিওটি 'missy_zeexx' ইউজারনেম এর অ্যাকাউন্টধারী তথা Missy Zara এর নিজের। যদিও মূল ভিডিওটি থেকে নিশ্চিত হওয়া যায়, থ্রেডসে প্রচারিত ভিডিওটি মূল ভিডিওটির মিরর ভার্শন থেকে তৈরি করা। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ প্রচারিত ভিডিওটি Missy Zara নামক একজন কন্টেন্ট ক্রিয়েটরের একটি ভিডিওতে মুখমণ্ডল পরিবর্তন করে ভারতীয় অভিনেত্রী রাশ্মিকা মান্দানার ভিডিও হিসেবে তৈরি করা হয়েছে।
ভিডিও থেকে মুখমণ্ডল পরিবর্তন করে ভিন্ন ব্যক্তির চেহারা জুড়ে দেওয়ার বিষয়ে সার্চ করে দেখা যায় 'ফেস সোয়াপ' ফিচার সুবিধাযুক্ত যে কোন এপস বা সার্ভিসের মাধ্যমে এমনটি করা যায়। এক্ষেত্রে বর্তমান সময়ের অধিকাংশ 'ফেস সোয়াপ' ফিচারের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তির সহায়তায় মুখমণ্ডল পরিবর্তন (ফেইক) করা হয়।
এমনকি এই প্রযুক্তি কাঙ্ক্ষিত ব্যক্তির ভয়েসও ক্লোন করতে পারে। সাধারণত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তির সহায়তায় ফেইক করা তথা পরিবর্তিত কিছু তৈরি বা সম্পাদনাকে ডিপফেক বলা হয়। ডিপফেক কন্টেন্ট প্রাথমিক দৃষ্টিতে বাস্তব মনে হয় এবং শনাক্ত করা কিছুটা কঠিন। ডিপফেক কন্টেন্ট তৈরির প্রযুক্তিকে তাই ডিপফেক প্রযুক্তিও বলা হয়।
অর্থাৎ এআই প্রযুক্তির মাধ্যমে Missy Zara নামক একজন কন্টেন্ট ক্রিয়েটরের একটি ভিডিওতে মুখমণ্ডল পরিবর্তন করে ভারতীয় অভিনেত্রী রাশ্মিকা মান্দানার ডিপফেক ভিডিও তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও Missy Zara নামের এই কন্টেন্ট ক্রিয়েটরের একটি ভিডিওতে মুখমণ্ডল পরিবর্তন করে ভারতীয় অভিনেত্রী রাশ্মিকা মান্দানার ডিপফেক ভিডিও তৈরি করা হয়েছিল।
সুতরাং সামাজিক মাধ্যমে রাশ্মিকা মান্দানার হিসেবে যে ভিডিওটি প্রচার করা হচ্ছে সেটি একটি ডিপফেক ভিডিও।