সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রেডসে একটি প্রজ্ঞাপনের ছবি পোস্ট করে বলা হচ্ছে; মাস্টার রোলে কর্মরত সবাইকে চাকুরি থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে সরকার। এরকম একটি পোস্ট দেখুন এখানে।
গত ১০ নভেম্বর ‘mazharniloy’ নামক ইউজার নেম এর একটি থ্রেডস অ্যাকাউন্ট থেকে প্রজ্ঞাপনের ছবিটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, “মাস্টার রোলে কর্মরত সকল কর্মচারীদেরকে চাকুরি থেকে সাময়িক অব্যাহতি।” পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। মাস্টার রোলে কর্মরতদের চাকুরি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়নি। গ্রহণযোগ্য কোনো মাধ্যমে এই সংশ্লিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বরং প্রজ্ঞাপনটি (ছবি) ‘ভুয়া’ জানিয়ে বিভ্রান্ত না হতে পরামর্শ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিষয়টি নিয়ে সার্চ করে গণমাধ্যম কিংবা গ্রহণযোগ্য কোনো মাধ্যমে এই সংশ্লিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাইটেও মাস্টার রোলে কর্মরতদের চাকুরি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন পাওয়া যায়নি।
তবে কি-ওয়ার্ড সার্চ করে অনলাইন সংবাদমাধ্যম ‘বিডি নিউজ ২৪’-এ গত ১২ নভেম্বর “মাস্টার রোলের কর্মীদের চাকরি থেকে অব্যাহতির প্রজ্ঞাপন ‘ভুয়া’” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, সরকারের বিভিন্ন সংস্থায় চাকরিরত মাস্টার রোলের কর্মীদের কাজ থেকে ‘সাময়িকভাবে অব্যাহতির’ খবর দিয়ে ছড়ানো প্রজ্ঞাপনটি ভুয়া বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
পাশাপাশি, সংবাদপত্র ‘দৈনিক যুগান্তর’ এর অনলাইন সংস্করনে গত ১১ নভেম্বর “মাস্টার রোলের কর্মচারীদের অব্যাহতির প্রজ্ঞাপন ভুয়া: মন্ত্রণালয়” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া মাস্টার রোলের কর্মচারীদের অব্যাহতির প্রজ্ঞাপনটি ভুয়া বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
সামাজিক মাধ্যমে প্রচারিত বিজ্ঞপ্তিটি ভুয়া উল্লেখ করে প্রকাশিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিটির ছবি দেখুন--
অর্থাৎ মাস্টার রোলে কর্মরত সবাইকে চাকুরি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়নি।
সুতরাং সামাজিক মাধ্যমে ভুয়া প্রজ্ঞাপনের ছবি ব্যবহার করে মাস্টার রোলে কর্মরতদের চাকুরি থেকে সাময়িক অব্যাহতি দেওয়ার ভুয়া তথ্য প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।