সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি গণমাধ্যমের ফটোকার্ড পোস্ট করে বলা হচ্ছে, বাংলাদেশে মৃত ব্যক্তিকে ব্যাংকে নিয়ে টাকা তোলার চেষ্টা করায় এক নারীকে আটক করা হয়েছে। এরকম একটি পোস্ট দেখুন এখানে।
গত ১৮ এপ্রিল 'Khokan Ahmed' নামের একটি ফেসবুকে অ্যাকাউন্ট থেকে দৈনিক কালবেলার "মৃত ব্যক্তিকে ব্যংকে নিয়ে টাকা তোলার চেষ্টা, নারী আটক" শীর্ষক খবরের ফটোকার্ডটি পোস্ট করে লেখা হয়, "বাঙালী জাতীর জন্য এটা কোন ব্যাপারই না। মৃত ব্যক্তি যদি কবর থেকে উঠে এসে ভোট দিতে পারে! তাহলে মৃত ব্যক্তি টাকা তুলতে পারবেনা কেন?"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য পোস্টে ঘটনাটি বাংলাদেশের বলে উপস্থাপন করা হয়েছে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টটি বিভ্রান্তিকর। সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী মৃত ব্যক্তিকে ব্যাংকে নিয়ে টাকা তোলার চেষ্টার খবরটি বাংলাদেশের নয় বরং ব্রাজিলের।
আলোচ্য পোস্টের ফটোকার্ডের তথ্য অনুযায়ী সার্চ করে দৈনিক কালবেলার অনলাইন সংস্করণে "মৃত ব্যক্তিকে ব্যাংকে নিয়ে টাকা তোলার চেষ্টা, নারী আটক" শিরোনামের খবরটি পাওয়া যায়। এতে উল্লেখ করা হয় ঘটনাটি ব্রাজিলের রিও ডি জেনেরিও এর। খবরের বিস্তারিত অংশের স্ক্রিনশট দেখুন--
দৈনিক কালবেলার সংবাদে ব্যবহৃত ছবিটি নেওয়া হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন থেকে। প্রাপ্ত তথ্য অনুযায়ী সার্চ করে সিএনএন এর অনলাইন সংস্করণে "Brazilian police detain woman suspected of taking a dead man to withdraw bank loan" শিরোনামে প্রকাশিত আলোচ্য খবরটি খুঁজে পাওয়া যায়। এতে বলা হয়, ব্রাজিলের পুলিশ একজন মহিলাকে আটক করেছে যিনি তার মৃত (কয়েক ঘন্টা আগে) চাচাকে ব্যাংকে নিয়ে এসেছেন চার অঙ্কের ঋণ উত্তোলনের জন্য (অনূদিত ও সংক্ষেপিত)। সিএনএন এর খবরটির স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ মৃত ব্যক্তিকে ব্যাংকে নিয়ে টাকা তোলার চেষ্টার খবরটি ব্রাজিলের।
উল্লেখ্য সংবাদ মাধ্যমের ফটোকার্ডে কিংবা খবরের শিরোনামে ঘটনার স্থানের (দেশ) নাম উল্লেখ না থাকায় ব্যবহারকারীদেরকে এটি বাংলাদেশের খবর হিসেবে মনে করে কমেন্টে বিভ্রান্ত হতে দেখা গেছে। এদিকে কালবেলার খবরে বলা হয়েছে, পুলিশ ওই নারী ও মৃত ব্যক্তির সম্পর্ক নিয়েও সন্দেহ করছে। এদিকে অভিযুক্ত ওই নারীর আইনজীবী সাংবাদিকদের কাছে দাবি করেছেন, পুলিশের দেওয়া তথ্য সত্য নয়। চাচাকে জীবিত অবস্থাতেই ব্যাংকে আনা হয়েছিল।
সুতরাং সামাজিক মাধ্যমে মৃত ব্যক্তিকে ব্যাংকে নিয়ে টাকা তোলার চেষ্টার ব্রাজিলের খবরকে বাংলাদেশের বলে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।