HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

জ্বালানী মন্ত্রীর বাড়িতে অভিযানের খবরটি সঠিক নয়

বুম বাংলাদেশ দেখেছে, ২০২০ সালে ক্যাসিনোকাণ্ডে এনামুল ও রুপনের বাড়িতে অভিযানের ভিডিওকে মিথ্যা শিরোনামে প্রচার করা হচ্ছে।

By - Ummay Ammara Eva | 26 Aug 2022 10:57 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, জ্বালানি মন্ত্রীর বাড়িতে অভিযান চালিয়ে টাকা ও জ্বালানি তেল উদ্ধার করেছে র‍্যাব। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানেএখানে

গত ১০ আগস্ট "Md Rasel" নামের একটি ফেসবুক আইডি থেকে একটি ভিডিও শেয়ার করে বলা হয়, "🔴এইমাত্র! জ্বা"লানী মন্ত্রীর বাড়িতে এবার RAb / পাওয়া গেলো গো'পন টাকার গুদাম / জ্বা'লানী তেল"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টগুলোর দাবিটি সম্পূর্ণ মিথ্যা। ভিডিওটি মূলত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকার গেণ্ডারিয়া এলাকায় ক্যাসিনো ব্যবসা থেকে উপার্জিত অবৈধ অর্থ উদ্ধারে র‍্যাবের চালানো এক অভিযানের।

আলোচ্য ভিডিওটি থেকে পাওয়া কিছু তথ্যসূত্রের ভিত্তিতে কীওয়ার্ড সার্চ করে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি আরটিভি অনলাইনে "এনামুল-রুপনের বাসায় সাড়ে ২৬ কোটি টাকা, এক কেজি স্বর্ণ উদ্ধার (ভিডিও)" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ওই দিনেই গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সাবেক নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়ার পুরান ঢাকার বাসা থেকে নগদ ২৬ কোটি ৫৫ লাখ ৬০০ টাকা, ৫ কোটি ১৫ লাখ টাকার এফডিআর, প্রায় এক কেজি ওজনের স্বর্ণালঙ্কারসহ বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা জব্দ করে এলিট ফোর্স র‍্যাব। প্রতিবেদনটির সাথে উদ্ধার অভিযানের একটি ভিডিও যুক্ত করা হয়। ওই ভিডিওর ২৫ সেকেণ্ডে দেখা যায়, র‍্যাবের একজন উর্ধ্বতন কর্মকর্তা ওই অভিযান থেকে উদ্ধারকৃত অর্থ ও অন্যান্য জিনিসের বিবরণ দিচ্ছেন। তার পাশে সাদা পোশাকে দাঁড়ানো ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। ওই দুজন কর্মকর্তাকেই আলোচ্য ভিডিওটিতেও উদ্ধার অভিযানে অংশ নিতে দেখা গেছে। আরটিভির প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি দেখুন এখানে

উক্ত প্রতিবেদনে যুক্ত ভিডিওটি দেখুন--

Full View

আরো সার্চ করে, বেসরকারি টিভি চ্যানেল যমুনা টিভির ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি "৫ সিন্দুক ভর্তি টাকা, স্বর্ণালঙ্কার মিলেছে এনু-রুপনের বাসায়" শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই ভিডিও এবং আলোচ্য ভিডিওটির শুরুর ১০ সেকেন্ড হুবহু এক। এছাড়াও, ভিডিওটিতে র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল রকিবুল হাসান এবং সাদা পোশাকে থাকা র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে বক্তব্য দিতে দেখা যায়। এই দু'জনকে আলোচ্য ভিডিওতেও দেখা গেছে। এছাড়াও, যমুনা টিভির ভিডিওটিতে দেখানো ক্যাসিনো সরঞ্জাম, স্বর্ণালঙ্কার ও এফডিআরের ছবি দেখে প্রতীয়মান হয় যে, আলোচ্য ভিডিও এবং যমুনা টিভির ভিডিওর উৎস একই। যমুনা টিভির ভিডিও প্রতিবেদনটি দেখুন--

Full View

মূলত, ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি ক্যাসিনো ব্যবসায়ের মাধ্যমে উপার্জিত অবৈধ অর্থ উদ্ধারের জন্য ঢাকার গেণ্ডারিয়া এলাকার একটি বাড়িতে অভিযান চালায় র‍্যাব-৩। ওই অভিযানে বিপুল পরিমাণ অর্থ, স্বর্ণ এবং ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করে র‍্যাব।

সুতরাং, ২০২০ সালে অবৈধ অর্থ উদ্ধারে র‍্যাবের চালানো অভিযানের ঘটনাকে জ্বালানি মন্ত্রীর বাড়িতে অভিযান চালানোর ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories