HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

মাংসের দাম নির্ধারণের এই ব্যানারটি পুরোনো

বুম বাংলাদেশ দেখেছে, ২০১৯ সালে মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা মাংসের এই দাম নির্ধারণ করে, যা স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়।

By - Md Abdullah Khan | 25 May 2023 6:15 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও আইডি থেকে মাংসের দাম নির্ধারণ করা একটি ব্যানারের ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, সম্প্রতি সিলেটের বড়লেখা পৌরসভার কর্তৃক গরু ও খাসির মাংসের মূল্য নির্ধারণের করে দেয়া হয়েছে। ফেসবুক পোস্টটিতে নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি কেজি গরুর মাংস ৫৫০ টাকা, হাড়সহ গরুর মাংস ৫০০ টাকা এবং প্রতিকেজি খাসির মাংস ৭২০ টাকা দরে বিক্রির কথা লেখা আছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ১৩ মে 'ভাটিয়াল টিভি' নামের একটি ফেসবুক পেজ থেকে মূল্য তালিকার ছবিটি পোস্ট করে লেখা হয়েছে, "আমাদের সুনামগঞ্জ পৌরপিতার কাছ থেকে এরকম একটা ঘোষণা আশা করছি।" স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য পোস্টের ব্যানার বা ব্যানারের ছবিটি সাম্প্রতিক নয়। ২০১৯ সালে মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভা স্থানীয়ভাবে গরু ও খাসির মাংসের এই মূল্য নির্ধারণ করে দেয়, যা তখন স্থানীয় সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়।

কি-ওয়ার্ড ধরে সার্চ করার পর, সিলেটের স্থানীয় সংবাদমাধ্যম বিয়ানীবাজারনিউজ২৪ ডটকমে ২০১৯ সালের ৮ মে "বড়লেখা পৌরসভার নির্ধারীত দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস" শিরোনামে একটি প্রতিবদন প্রকাশিত হতে দেখা যায়। প্রতিবেদনে আলোচ্য ফেসবুক পোস্টে দেখতে পাওয়া মূল্য তালিকার ছবিটিও যুক্ত করা আছে। প্রতিবেদন থেকে জানা যায়, তৎকালে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভা গরু ও খাসির মাংস বিক্রির মূল্য নির্ধারন করে দেয়। যেখানে কর্তৃপক্ষ প্রতি কেজি গরুর মাংস ৫৫০ টাকা, হাড়সহ গরুর মাংস ৫০০ টাকা এবং প্রতি কেজি খাসির মাংস ৭২০ টাকা দরে বিক্রির নির্দেশ দেয়। মূলত রমজান মাসকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল। দেখুন--


পাশাপাশি, বুম বাংলাদেশ সিলেট ও মৌলভীবাজারের স্থানীয় একাধিক সাংবাদিকের সাথে যোগাযোগ করেও নিশ্চিত হয়েছে যে মূল্য তালিকাটি পুরোনো এবং বর্তমানে এই মূল্যে মাংস কেনা বেচা হয়না।

অর্থাৎ আলোচ্য পোস্টের মাংসের মূল্য তালিকাটি অন্তত ৪ বছরের পুরোনো, যা বর্তমান সময়ে কার্যকর নয়।

সুতরাং মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা কর্তৃক মাংসের দাম নির্ধারণের ৪ বছর পুরোনো খবর অপ্রাসঙ্গিকভাবে সম্প্রতি প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories