সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে পোস্ট করে বলা হচ্ছে, দুবাইয়ে গ্রেফতার হয়েছেন পাকিস্তানি সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলি খান। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২২ জুলাই 'Zahirul Islam Heron' নামের একটি ফেসবুক একাউন্ট থেকে পোস্ট করে বলা হয়, "দুবাইয়ে গ্রেফতার পাক সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলি খান"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। পাকিস্তানি সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলি খান নিজের এক্স (সাবেক টুইটার) এবং ইন্সটাগ্রাম একাউন্ট থেকে ভিডিও পোস্ট করে তিনি গ্রেফতার হননি বলে নিশ্চিত করেছেন।
রাহাত ফতেহ আলি খান গ্রেফতার হয়েছেন কি না জানতে কি-ওয়ার্ড সার্চ করে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে '"Not True": Rahat Fateh Ali Khan Dismisses Reports On His Arrest In Dubai' শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, শিল্পী রাহাত ফাতেহ আলি খান জানিয়েছেন, তাকে গ্রেফতারের সংবাদটি সত্য নয়। ভক্তদেরকে গুজবে কান না দিতে অনুরোধ করেন তিনি। স্ক্রিনশট দেখুন--
এনডিটিভির প্রতিবেদনের সূত্র ধরে রাহাত ফতেহ আলি খানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) একাউন্টে গিয়ে গত ২২ জুলাই পোস্ট করা একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওতে রাহাত ফতেহ আলি বলেন, গানের রেকর্ড করার জন্য দুবাই গেছেন তিনি। তাকে গ্রেফতারের তথ্যটিকে উড়িয়ে দিয়ে এসব খবরে কান না দিতে অনুরোধ করতে দেখা যায় তাকে। এক্স পোস্টটি দেখুন--
News circulating regarding the arrest of Rahat Fateh Ali Khan is fake and baseless.
— Rahat Fateh Ali Khan (@RFAKWorld) July 22, 2024
Regards Team RFAK pic.twitter.com/G9F2yBOdmZ
রাহাত ফতেহ আলি খানের ভেরিফায়েড ইন্সটাগ্রাম একাউন্টে গিয়েও একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ইন্সটাগ্রাম ভিডিওটি দেখুন--
এছাড়াও হিন্দুস্তান টাইমস এবং সিএনবিসিএইটিনের ওয়েবসাইটেও একই তথ্যসহ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ পাকিস্তানি সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলি খানের দুবাইয়ে গ্রেফতারের দাবিটি সঠিক নয়। সম্প্রতি রাহাত ফতেহ আলি খান গান রেকর্ডিংয়ের কাজে দুবাই গেলেও সেখানে তাকে গ্রেফতার করা হয়নি। উল্লেখ্য পাকিস্তান, ভারত ও বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন এই রাহাত ফতেহ আলি খান।
সুতরাং সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে রাহাত ফতেহ আলি খানকে গ্রেফতারের ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।