HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

সাবিনা আব্দুল লতিফের সনাতন ধর্ম গ্রহণের ঘটনাটি পুরোনো

বুম বাংলাদেশ দেখেছে, কেরালার অভিনেত্রী সাবিনা আব্দুল লতিফের সনাতন ধর্ম গ্রহণের ঘটনাটি দুই বছরের পুরোনো।

By - Tausif Akbar | 29 Oct 2023 9:33 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজ এবং গ্রুপে কেরালার অভিনেত্রী সাবিনা আব্দুল লতিফ এর দুটি ছবির কোলাজ পোস্ট করে বলা হয়েছে, তিনি ইসলাম ধর্ম ছেড়ে সনাতন বৈদিক ধর্ম গ্রহণ করেছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে

গত ২৭ অক্টোবর 'STV সনাতন টিভি' নামের একটি ফেসবুক পেজ থেকে এমন একটি পোস্ট করে লেখা হয়, "ইসলাম ছেড়ে 'সনাতন বৈদিক ধর্ম' গ্রহণ করলেন কেরালার অভিনেত্রী 'সাবিনা আব্দুল লতিফ'। পুরোনো নাম বাদ দিয়ে তিনি এখন লক্ষীপ্রিয়া নাম গ্রহণ করেছেন। লক্ষীপ্রিয়ার বলেছেন "এটা তো ঘরে ফেরা। আমরা তো একসময় বা কয়েক যুগ আগে হিন্দুই ছিলাম। ভারতে সব মুসলিম আগে সনাতন ধর্মের মানুষ ছিল।" জয় সনাতন। লিংক কমেন্ট। #SanatanaDharma"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, খবরটি পুরোনো। কেরালার এই অভিনেত্রী আনুষ্ঠানিকভাবে ২০২১ সালের ১৩ জুলাই ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেন। এর আগে ২০০৫ সালে পি. জায়েশ এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকেই তিনি হিন্দু ধর্মের রীতিনীতি পালন করে আসছেন।

কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে অভিনেত্রীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি গেজেটের ছবি সহ ২০২১ সালের ১৯ সেপ্টেম্বর দেওয়া একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। গেজেটে উল্লেখ করা হয়, "আমি মুসলিম সম্প্রদায় থেকে হিন্দু ধর্মকে গ্রহণ করেছি। এখন থেকে আমি হিন্দু ধর্মের অনুসারী এবং লক্ষ্মী প্রিয়া নামে পরিচিত হবো" (অনূদিত)। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



পাশাপাশি, ভারতীয় সংবাদমাধ্যম 'টাইমস অব ইন্ডিয়া' এর অনলাইন সংস্করণে প্রকাশিত ২০২২ সালের ২৬ মার্চ "Bigg Boss Malayalam 4 contestant Lakshmi Priya's profile, photos and everything you need to know (অনূদিত)'' শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, "এই অভিনেত্রী একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং নাম রাখা হয় সাবিনা। ২০০৫ সালে, পি জায়েশকে বিয়ে করার পর, তিনি হিন্দু ধর্ম পালন করা শুরু করেন"। প্রতিবেদনের স্ক্রিনশট দেখুন--



এছাড়াও, ভারতীয় সংবাদমাধ্যম 'জি নিউজ' এর অনলাইন সংস্করণে ২০২১ সালের ১৯ সেপ্টেম্বর "Actress Lakshmi Priya : Actress Lakshmi Priya's name has been officially changed to Lakshmi Priya (অনূদিত)" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে অভিনেত্রীর ফেসবুক পোস্টের সূত্রে উল্লেখ করা হয়, "এই অভিনেত্রীর আগের নাম ছিল সাবিনা লতিফ। পরে (বিয়ের) তার নাম রাখা হয় সাবিনা জয়েশ। তিনি হিন্দু হিসেবে তার নিজের পরিচয় প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন (অফিশিয়ালি)"। 

অর্থাৎ সাবিনা লতিফ মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে ২০০৫ সালে তিনি পি জায়েশের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সাবিনা জায়েশ নাম ধারণ করেন। বিয়ের পর তিনি হিন্দু ধর্মের রীতিনীতি পালন করা শুরু করেন এবং সমসাময়িক সময়ে তিনি লক্ষীপ্রিয়া নামেও পরিচিতি পান। ২০২১ সালের ১৩ জুলাই তিনি আনুষ্ঠানিকভাবে তার নাম হিসেবে 'লক্ষীপ্রিয়া' এবং ধর্ম হিসেবে হিন্দু ধর্ম গ্রহণ করেন।

সুতরাং দুই বছর আগের কেরালার অভিনেত্রীর হিন্দু ধর্ম গ্রহণের খবরকে সম্প্রতি প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories