সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপ থেকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই যাওয়ার ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৩ ফেব্রুয়ারি 'আমরা দুবাই প্রবাসী' নামে একটি ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, "আবারো সকল বাংলাদেশীদের জন্য দুবাই ভিসা বন্ধ ঘোষণা করা হলো"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। বাংলাদেশিদের জন্য দুবাইয়ের ভিসা বন্ধ হওয়ার ঘটনা ঘটেনি বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়।
কি-ওয়ার্ড সার্চ করে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম Arabian Business এর ওয়েবসাইটে ২০১২ সালের ২৮ আগস্ট "UAE suspends new visas for Bangladeshis – report" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের অভিবাসন কর্তৃপক্ষ নতুন করে বাংলাদেশিদের জন্য শ্রম ভিসা ইস্যু করা বন্ধ করে দিয়েছে। স্ক্রিনশট দেখুন--
এর কিছুদিন পরে মধ্যপ্রাচ্যকেন্দ্রিক গণমাধ্যম গালফ নিউজে ২০১২ সালের ৩ অক্টোবর "No new UAE visas for Bangladeshis" শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, "সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ বাংলাদেশী পাসপোর্টধারীদের জন্য শনাক্তকরণ এবং জাল নথির নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে সব ধরনের প্রবেশের অনুমতি দেওয়া বন্ধ করে দিয়েছে। মেজর জেনারেল নাসের আল আওয়াদি আল মেনহালি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যাচারালাইজেশন এবং রেসিডেন্সি ও পোর্টস অ্যাফেয়ার্সের সহকারী আন্ডার সেক্রেটারি, গালফ নিউজকে বলেছেন ভিসা প্রদানের স্থগিতাদেশ স্থায়ী নয় এবং এটি কোনও নিষেধাজ্ঞাও নয়। তিনি বলেন, বাংলাদেশ সরকার কিছু সমস্যার সমাধান করলেই পরিস্থিতি স্বাভাবিক হবে।" (অনূদিত) অর্থ্যাৎ ২০১২ সালের অক্টোবর মাসে আমিরাতে বাংলাদেশিদের জন্য চালু থাকা ভিসা প্রদান নীতিতে পরিবর্তন এনে ভিসা প্রদান সাময়িক স্থগিত করা হয়। তবে, কিছু সরকারি কার্যক্রম সমাধা হলেই আবার সেই স্থগিতাদেশ তুলে নেওয়া হবে বলে তখন সিদ্ধান্ত নেয় আমিরাত সরকার। তবে, এর আগে আগস্ট মাসে ভিসা বন্ধের ঘোষণা আসার পরে আবার কবে ভিসা প্রদান শুরু হয় নাকি এ সময়ে শ্রম ভিসা বন্ধ ছিল সে ব্যাপারে গণমাধ্যমে কোনো তথ্য পাওয়া যায়নি। স্ক্রিনশট দেখুন--
এর বছর খানেক পরে, বাংলাদেশিদের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে দুবাইয়ের ভিসা একাধিকবার বন্ধ হওয়ার প্রেক্ষিতে দুবাইয়ের ভিসা বন্ধের গুজব ছড়িয়ে পড়লে এ নিয়ে আমিরাতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তাদের সাথে কথা বলে ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি অনলাইন সংবাদমাধ্যম banglanews24.com "আমিরাতের শ্রমভিসা ছাড়া অন্যান্য ভিসা চালু রয়েছে" শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। এতে বলা হয়, দুবাই কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) একেএম মিজানুর রহমান জানিয়েছেন, শ্রম মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে যেসব ভিসা ইস্যু করতে হয় শুধু সেসব ভিসা দেয়া স্থগিত রাখা হয়েছে। এছাড়া ফ্রি-জোন এ যেসব কোম্পানি আছে শ্রম মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন না হওয়ায় তাদেরকেও ভিসা দেওয়া হচ্ছে। দেখুন স্ক্রিনশট--
বরং গণমাধ্যমের খবর থেকে জানা যায় সম্প্রতি আমিরাতের সাথে ভিসা প্রসেসিং সহজতর করার লক্ষ্যে দেশটির সাথে ই-ভিসা চালুর বিষয়ে বাংলাদেশের একটি সমঝোতা স্মারক সই হয়েছে। বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের অনলাইন ভার্সনে ২০২২ সালের ১৯ অক্টোবর 'Bangladesh-UAE sign MoU on “e-visa”' শিরোনামে এ সংক্রান্ত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
এছাড়া, বিভিন্ন কি-ওয়ার্ড ধরে অনুসন্ধান করে সম্প্রতি দুবাই তথা সংযুক্ত আরব আমিরাতের ভিসা স্থগিতাদেশ সংক্রান্ত কোনো সংবাদ গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
এদিকে, দুবাইয়ের ভিসা বন্ধ সংক্রান্ত দাবি ফেসবুকে ছড়িয়ে পড়লে এ বিষয়ে জানতে বুম বাংলাদেশের পক্ষ থেকে যোগাযোগ করা হলে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রাশেদুজ্জামান জানান, দুবাইয়ের ভিসা বন্ধ হওয়ার কোনো তথ্য তাদের জানা নেই। আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহসীন রেজা জানান, সম্প্রতি বাংলাদেশিদের জন্য দুবাইয়ের ভিসা বন্ধের কোনো ঘটনা ঘটেনি।
সুতরাং দুবাই তথা সংযুক্ত আরব আমিরাতের ভিসা বন্ধ হওয়ার যে তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে, তা বিভ্রান্তিকর।