HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ক্রিকেটার মাহমুদুল হাসান হিন্দু ধর্ম গ্রহণের দাবিটি সঠিক নয়

বুম বাংলাদেশ দেখেছে, ক্রিকেটার বিকাশ রঞ্জন দাস হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মাহমুদুল হাসান নামে পরিচিত হন।

By - Ummay Ammara Eva | 29 Jun 2024 10:58 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে পোস্ট করে বলা হচ্ছে, মাহমুদুল হাসান নামে বাংলাদেশ ক্রিকেট দলের একজন ক্রিকেটার হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে বিকাশ রঞ্জন দাস নাম গ্রহণ করেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এখানে

গত ২২ জুন 'ওমর ফারুক শুভ' নামের একটি ফেসবুক একাউন্ট থেকে পোস্ট করে বলা হয়, "২০০৮ সালে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলের হয়ে বিশ্বকাপ ক্রিকেট খেলা মাহমুদুল হাসান ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলা মাহামুদুল হাসানের নাম হয়েছে বিকাশ রঞ্জন দাস।এর পর থেকে তিনি আর বাংলাদেশের পক্ষে কোন ম্যাচ খেলেন নি।......."। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। মাহমুদুল হাসান নামের কোনো বাংলাদেশি ক্রিকেটার মুসলিম থেকে হিন্দু হননি বরং বিকাশ রঞ্জন দাস নামে সাবেক এক ক্রিকেটার হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন এবং মাহমুদুল হাসান নামে পরিচিত হন।

কি-ওয়ার্ড সার্চ করে খেলাধুলার সংবাদবিষয়ক ওয়েবসাইট খেলা একাত্তরের ওয়েবসাইটে ২০২৩ সালের ১৬ অক্টোবর "বিকাশ রোদ্দুর হতে চেয়েছিল…" শিরোনামে একটি লেখা খুঁজে পাওয়া যায়। ওই লেখাটি থেকে জানা যায়, বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর বাংলাদেশ বনাম ভারত অনুষ্ঠিত অভিষেক টেস্ট ম্যাচে খেলেছিলেন বিকাশ রঞ্জন দাস। এরপর আর কোনো আন্তর্জাতিক ম্যাচে দেখা যায়নি তাকে। পরবর্তীতে বিকাশ রঞ্জন দাস হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে দীক্ষিত হন এবং মাহমুদুল হাসান রানা নাম গ্রহণ করেন। স্ক্রিনশট দেখুন--



উপরের প্রতিবেদনের সূত্র ধরে আরো কি-ওয়ার্ড সার্চ করে 'খেলা একাত্তর' এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৪ আগস্ট "ফাস্ট বোলার বিকাশ রঞ্জন দাস এখন ব্যাংকার মাহমুদুল হাসান" শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ভিডিও প্রতিবেদনটিতে সাবেক এই ক্রিকেটারকে কথা বলতে দেখা যায়। খেলা একাত্তরের প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে তাকে বলতে শোনা যায়, মূলত চোটের কারণে ক্রিকেট জগত থেকে ছিটকে যান তিনি। পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন এবং বর্তমানে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন। ইউটিউব ভিডিওটি দেখুন--

Full View


আরো সার্চ করে বেসরকারি সম্প্রচার মাধ্যম যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে "বাংলাদেশ জাতীয় দলের একমাত্র ধর্মান্তরিত ক্রিকেটার বিকাশ রঞ্জন মুসলমান হয়ে তিনি এখন মাহমুদুল হাসান, কেমন চলছে নতুন জীবন?" ক্যাপশনে পোস্ট করা একটি ভিডিও প্রতিবেদনেও ক্রিকেটার বিকাশ রঞ্জন দাস তথা মাহমুদুল হাসানের বক্তব্য খুঁজে পাওয়া যায়। এছাড়াও, তিনি হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন বলে জানা যায়। যমুনা টেলিভিশনের ফেসবুক পেজের ভিডিও প্রতিবেদনটি দেখুন--


Full View


এছাড়াও দৈনিক পত্রিকা যুগান্তরের অনলাইন ভার্সনে এবং অনলাইন পোর্টাল জাগো নিউজে প্রকাশিত প্রতিবেদন থেকেও জানা যায় একই তথ্য।

মূলত, ভারতের অনলাইন পোর্টাল এইসময়ে প্রকাশিত একটি ভুল প্রতিবেদন থেকে আলোচ্য পোস্টের তথ্যগুলো নেওয়া হয়। ওই অনলাইন পোর্টালের সংবাদটিতে সংযুক্ত ছবিতে মাহমুদুল হাসান জয়কে দেখানো হয়েছে যিনি চলতি বছরের মার্চের শেষে অনুষ্ঠিত বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টেস্ট ম্যাচে অংশগ্রহণ করেন।

এদিকে কি-ওয়ার্ড সার্চ করে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে বিকাশ রঞ্জন দাস ব্যতীত আর কোনো ক্রিকেটারকে ধর্মান্তরিত হওয়ার কোনো খবর গণমাধ্যমে বা নির্ভরযোগ্য সূত্রে খুঁজে পাওয়া যায়নি। ২০০৮ সালের অনুর্ধ্ব ১৯ ক্রিকেট দলের একজন সদস্য ছিলেন ভিন্ন একজন মাহমুদুল হাসান, যিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে অনুর্ধ্ব ১৯ ম্যাচে অংশগ্রহণ করেন এবং এখনো একই নামে খেলছেন। তার ধর্ম পরিবর্তনের কোনো তথ্যও গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।

অর্থাৎ মাহমুদুল হাসান নামের কোনো ক্রিকেটারের হিন্দু ধর্ম গ্রহণ করে বিকাশ রঞ্জন দাস নাম গ্রহণের তথ্যটি সঠিক নয়। বরং বিকাশ রঞ্জন দাস নামে একজন ক্রিকেটার ইসলাম ধর্ম গ্রহণ করে মাহমুদুল হাসান রানা নাম গ্রহণ করেছিলেন।

সুতরাং মাহমুদুল হাসান নামের এক বাংলাদেশি ক্রিকেটার হিন্দু ধর্ম গ্রহণ করে বিকাশ রঞ্জন দাস নাম গ্রহণ করেছিলেন মর্মে যে তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে, তা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories