সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি সংবাদ পোস্ট করে বলা হচ্ছে, সংবাদ পাঠ করে প্রশংসিত হয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী এবং অভিনেত্রী জয়া আহসান। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
১০ ঘন্টা আগে 'বাংলা খবর ২৪ ঘন্টা' নামে একটি ফেসবুক পেজে একটি সংবাদ যুক্ত করে পোস্ট করে বলা হয়, "সংবাদ পরিবেশন করে প্রশংসায় ভাসছেন চঞ্চল ও জয়া"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সাম্প্রতিক নয়। বরং ২০১৮ সালের অক্টোবর মাসে অভিনেতা চঞ্চল চৌধুরী ও অভিনেত্রী জয়া আহসান তাদের অভিনীত মিসির আলী চলচ্চিত্রের প্রচারণার উদ্দেশ্যে মাছরাঙা টেলিভিশনে সংবাদ উপস্থাপনা করেন।
কি-ওয়ার্ড সার্চ করে ২০১৮ সালের ১৭ অক্টোবর অনলাইন পোর্টাল বার্তা টোয়েন্টিফোরের ওয়েবসাইটে 'সংবাদ পাঠ করে জয়া ও চঞ্চলের চমক' শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, সংবাদ পাঠক-পাঠিকা হিসেবে মাছরাঙা টেলিভিশনে উপস্থিত হন জয়া আহসান ও চঞ্চল চৌধুরী। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, অনলাইন পোর্টাল বাংলা ইনসাইডারের ওয়েবসাইটেও একই রকম তথ্য খুঁজে পাওয়া যায়।
আবার, এর কয়েকমাস পরে দৈনিক পত্রিকা যুগান্তরের অনলাইন ভার্সনে ২০১৮ সালের ২ নভেম্বর 'সংবাদ পাঠে প্রশংসিত জয়া-চঞ্চল (ভিডিও)' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, ওই বছরের ১৭ অক্টোবর একটি বেসরকারি টিভি চ্যানেলে রাত ১০টার সংবাদ উপস্থাপন করেন তারা। স্ক্রিনশট দেখুন--
এদিকে, আলোচ্য পোস্টের লিংকে ব্যবহৃত কভার ছবি ও উপরে উল্লেখিত গণমাধ্যমে খবরের সাথে ব্যবহৃত ছবি হুবহু একই রকম হিসেবে চিহ্নিত করা গেছে। সুতরাং আলোচ্য পোস্টের খবর ও ছবি উভয়ই ২০১৮ সালের অর্থাৎ প্রায় ৫ বছরের পুরোনো। এছাড়া, বিভিন্ন কি-ওয়ার্ড ধরে সার্চ করে সম্প্রতি চঞ্চল চৌধুরী বা জয়া আহসানের পুনরায় সংবাদ উপস্থাপনার কোনো খবর গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং অভিনেতা চঞ্চল চৌধুরী ও অভিনেত্রী জয়া আহসানের সংবাদ পাঠের পুরোনো খবর নতুন করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।