HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

তত্ত্বাবধায়ক সরকার দেওয়ার ঘোষণা দেননি নবনির্বাচিত রাষ্ট্রপতি

বুম বাংলাদেশ দেখেছে, তত্ত্বাবধায়ক সরকারে নতুন করে ফিরে যাওয়া সম্ভব নয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।

By - Ummay Ammara Eva | 28 Feb 2023 11:42 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, নবনিযুক্ত রাষ্ট্রপতি সাহাবুদ্ধিন চুপ্পু তত্ত্বাবধায়ক সরকার দেওয়ার ঘোষণা দিয়েছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানেএখানেএখানে ও এখানে

গত ২২ ফেব্রুয়ারি 'Nice Tv' নামে একটি ফেসবুক পেজে একটি ভিডিও লাইভ মুডে প্রচার করে বলা হয়, "তত্ত্বাবধায়ক সরকার দেওয়া হবে বললো নতুন রাষ্ট্রপতি | ভোট চুর বলে কঠিন হুশিয়ারি |" স্ক্রিনশট দেখুন---


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। নবনির্বাচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ছাড় না দেওয়ার ঘোষণা দিলেও তত্ত্বাবধায়ক সরকার দেওয়া হবে এরকম কোনো বক্তব্য দেননি। বরং তিনি গণমাধ্যমকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন।

আলোচ্য ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওটির ১ মিনিট থেকে তিন মিনিট ৪৫ সেকেন্ড পর্যন্ত বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশনকে নবনির্বাচিত রাষ্ট্রপতির দেওয়া একটি সক্ষাৎকার দেখানো হয়। ওই সাক্ষাৎকার শুরুর আগে সংবাদ উপস্থাপককে বলতে শোনা যায়, "সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অর্পিত সাংবিধানিক ক্ষমতা প্রয়োগে পিছপা হবেন না নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এতে যে দলই ক্ষতিগ্রস্ত হোক না কেনো তাতে কিছুই করার থাকবে না। তবে, সবগুলো রাজনৈতিক দল নিয়েই অংশগ্রহণমূলক নির্বাচন করতে চান নতুন রাষ্ট্রপতি।" এরপরে নতুন রাষ্ট্রপতিকে সাক্ষাৎকার দিতে দেখা যায়। তবে, ওই সাক্ষাৎকারে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ছাড় না দেওয়ার কথা বললেও তত্ত্বাবধায়ক সরকার দেওয়ার ব্যাপারে কোনো কথা বলতে দেখা যায়নি।

এদিকে, ভিডিওটির সূত্রে কি-ওয়ার্ড সার্চ করে যমুনা নিউজের ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে গত ১৩ ফেব্রুয়ারি 'সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ছাড় দেয়া হবে না: মো. সাহাবুদ্দিন' শিরোনামে পাবলিশ করা হুবহু ওই প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়। যমুনা নিউজের প্রতিবেদনটি দেখুন--

Full View

নতুন রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কী বক্তব্য দিয়েছেন, এ বিষয়ে কি-ওয়ার্ড সার্চ করে বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের ইউটিউব চ্যানেলে 'তত্ত্ববধায়ক সরকার নিয়ে যা বললেন নতুন রাষ্ট্রপতি | News24' শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে নতুন রাষ্ট্রপতিকে বলতে শোনা যায়, "আমাদের সংবিধানে যেটা... তারা কেয়ারটেকার গভর্নমেন্টের কথা বলতেছে... এখানে সেই পরিস্থিতি তো নাই, সংবিধানের ৫৮ (গ) নম্বর ধারাকে এতবছর পরে তো আবার ফিরিয়ে আনা সম্ভব নয়।... অনির্বাচিত কোনো ব্যক্তির দ্বারা কোনো সরকার বৈধ নয়। সেই অনুযায়ী আমি মনে করি, আমি আইন জগতে চর্চা করেছি দীর্ঘদিন, এখন আর সেই ধারাকে পুনর্জীবিত করার সুযোগ আইনত নেই এবং এখানে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে না।' নিউজ টোয়েন্টিফোরের ভিডিওটি দেখুন--

Full View

অর্থ্যাৎ নতুন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু বরং গনমাধ্যমকে জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা সম্ভব নয়।

সুতরাং নতুন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু তত্ত্বাবধায়ক সরকার দেওয়ার ঘোষণা দিয়েছেন বলে ভিত্তিহীন দাবি প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories