সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে এটি পৃথিবীর উত্তর মেরুতে দেখতে পাওয়া চাঁদের দৃশ্য। ভিডিওতে একটি গোলাকৃতির পূর্ণ চাঁদকে একপাশ থেকে সূর্যকে ঢেকে দিয়ে অন্য পাশে সরে যেতে দেখা যায়। ফেসবুকে ভাইরাল হওয়া কিছু পোস্টের আর্কাইভদেখুন এখানে, এখানে, এখানে, এখানে।
'Vshkar Singha Roy' নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করে এতে লেখা হয়েছে, "উত্তর মেরু - চাঁদ এবং সূর্য একে অপরকে অতিক্রম করে... #NASA"। অর্থাৎ, উক্ত পোস্টে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসাকে হ্যাসট্যাগ করে আপলোড করা ভিডিওটিকে উত্তর মেরুতে চাঁদ ও সূর্যের পরস্পরকে অতিক্রম করার দৃশ্য বলে দাবি করা হচ্ছে।
এছাড়াও, ফেসবুকে "The moon is at the North Pole" ক্যাপশনে একাধিক ব্যাবহারকারীকে ভিডিওটি পোস্ট করতে দেখা যায়। দেখুন সার্চ ইঞ্জিনে কয়েকটি পোস্টের স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটির সাথে পোস্টে করা দাবিটি বিভ্রান্তিকর। মূলত, এটি CGI পদ্ধতিতে নির্মিত একটি কৃত্রিম অ্যানিমেশন ভিডিও। যা উত্তর মেরুতে চাঁদ সূর্যকে অতিক্রম করার ভিডিও নয়।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে "HoaxEye" নামের একটি তথ্য যাচাইকারী টুইটার হ্যান্ডেলে ভিডিওটি নিয়ে করা টুইট খুঁজে পাওয়া যায়। যেখানে, aleksey_nz' নামক একটি টিকটক একাউন্ট থেকে ভিডিওটি প্রথম পোস্ট করা হয় বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে, টিকটকে সার্চ করে হুবহু ক্লিপটি খুঁজে পাওয়া গেছে যা ২০২১ সালের ১৭ ই মে 'aleksey_nz' নামের একাউন্ট থেকে প্রথম আপলোড করা হয়। কিন্তু টিকটকে আপলোড করা ক্লিপটিতে উত্তর মেরুর কথা কোথাও উল্লেখ করা হয়নি। দেখুন স্ক্রিনশট--
টিকটকের ভিডিওটি দেখুন এখানে।
এর সুত্র ধরে সন্ধান চালিয়ে 'aleksey_n' নামের একই ব্যক্তির একটি ইন্সটাগ্রাম হ্যান্ডেল খুঁজে পেয়েছে বুম বাংলাদেশ। যেখানে ব্যবহারকারী নিজেকে একজন 3D Animation & CGI Artist হিসাবে পরিচয় দিয়েছেন। তার টিকটক ও ইন্সটাগ্রাম একাউন্টে বিভিন্ন সময় CGI পদ্ধতিতে বানানো একাধিক ভিডিও পোস্ট করতে দেখা গেছে।
এছাড়া, ফ্যাক্ট চেকিং সংস্থা Boomlive.in সহ একাধিক ফ্যাক্ট চেকিং সংস্থা ভিডিওটি যাচাই করে বিভ্রান্তিকর বলে প্রমান পেয়েছে। বুম লাইভ-এর প্রতিবেদনটি দেখুন এখানে।
সুতরাং, উত্তর মেরুতে চাঁদ সূর্যকে অতিক্রম করছে সম্পর্কিত ভিডিওটি অ্যানিমেটেড যা বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে ফেসবুকে।