সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে আগ্নেয়াস্ত্র হাতে আর্জেন্টিনার জার্সি পরা এক ব্যক্তির ছবি পোস্ট করে বলা হচ্ছে, সম্প্রতি নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের সময় বন্দুক হাতে আর্জেন্টিনার জার্সি পরা ওই ব্যক্তির পরিচয় পাওয়া গেছে, তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আল আমিন। এরকম দুটি কয়েকটি পোস্ট দেখুন এখানে ও এখানে।
২১ ঘন্টা আগে 'শফিকুর রহমান শাহীন' নামে একটি আইডি থেকে বন্দুক হাতে আর্জেন্টিনার জার্সি পরা এক ব্যক্তির ছবি সহ বেশ কয়েকটি ছবি পোস্ট করে লেখা হয়, 'আর্জেন্টিনার জার্সি গায়ে গতকাল পল্টনে সশস্ত্র হামলাকারী এই সেই খুনী, যে পুলিশের সাথে সমান তালে গুলি চালিয়ে ছিলো। নাম:- আল আমিন রহমান, বিহাই তালুকদার বাড়ি, ছাতক, সুনামগঞ্জ। বর্তমানে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির বেসরকারী বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক।' ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
অর্থ্যাৎ পোস্টে দাবি করা হচ্ছে, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির বেসরকারী বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক আল আমিন রহমান আর্জেন্টিনার জার্সি পরে নয়াপল্টনের বিএনপির নেতাকর্মীদের উপর পুলিশের সহযোগী হয়ে সশস্ত্র হামলা চালিয়েছে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, অস্ত্র হাতে আর্জেন্টিনার জার্সি পরা ব্যক্তি ছাত্রলীগ নেতা আল আমিন রহমান হওয়ার দাবিটি সঠিক নয়। ছবির ওই ব্যক্তি ছাত্রলীগ নেতা নন বরং মাহিদুর রহমান নামের এক আনসার সদস্য।
কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক আমাদের সময়ের ওয়েবসাইটে 'আর্জেন্টিনার জার্সি পরে অস্ত্র হাতে কেন সংঘর্ষে, জানালেন সেই যুবক' শিরোনামে এ সংক্রান্ত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। আর্জেন্টিনার জার্সি পরা ব্যক্তি পল্টন থানাধীন আনসার সদস্য মাহিদুর রহমান জানিয়ে ওই প্রতিবেদনে তার বরাত দিয়ে বলা হয়, কেন তিনি জার্সি পরা অবস্থাতেই দায়িত্ব পালনে নয়াপল্টনে গিয়েছিলেন। স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে, চ্যানেল টোয়েন্টিফোরে "নয়াপল্টনে সংঘর্ষ: ভাইরাল হওয়া জার্সি পরা যুবক সর্ম্পকে যা বললেন ছাত্রলীগ নেতা (ভিডিও)" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনটিতে বলা হয়েছে, আর্জেন্টিনার জার্সি পরা ওই ব্যক্তি আসলে আনসার সদস্য মাহিদুর রহমান। প্রতিবেদনে সংযুক্ত বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরে প্রচারিত খবরের ভিডিওতে ওই আনসার সদস্যকে কথা বলতে দেখা যায়। ওই আনসার সদস্য় জানান, এলার্ম শুনে জরুরি ভিত্তিতে ওই সময়ে আর্জেন্টিনার জার্সি পরা অবস্থাতেই তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। ভিডিওটি দেখুন চ্যানেল টোয়েন্টিফোরের ভেরিফায়েড ফেসবুক পেজে--
এছাড়া একই টেলিভিশন চ্যানেলের আরেকটি ভেরিফায়েড ফেসবুক পেজ 'চ্যানেল টোয়েন্টিফোর নিউজ'-এ আনসার সদস্য মাহিদুর রহমানের একটি সাক্ষাৎকারের ভিডিও প্রচার করা হয়। দেখুন--
এদিকে, ছাত্রলীগ নেতা আল আমিন রহমানও বুম বাংলাদেশকে নিশ্চিত করেছেন, বন্দুক হাতে আর্জেন্টিনার জার্সি পরা ব্যক্তি তিনি নন। তাঁর বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে বলেও জানান তিনি।
সুতরাং রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে বন্দুক হাতে আর্জেন্টিনার জার্সি পরে সংঘর্ষে লিপ্ত এক আনসার সদস্যের ছবি ও ভিডিওকে ছাত্রলীগ নেতা আল আমিন রহমানের বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।