HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

একটি বাড়ি একটি খামার প্রকল্পের নামে প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ভুয়া

বুম বাংলাদেশ দেখেছে, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে চালু একটি বাড়ি একটি খামার প্রকল্পের মেয়াদ ২০২১ সালের জুনে শেষ হয়েছে।

By - Ummay Ammara Eva | 30 Jun 2024 4:45 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও গ্রুপে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি বাড়ি একটি খামার প্রকল্পে বেশ কিছু জনবল নিয়োগ দেয়া হবে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এখানে

গত ২৪ জুন 'চাকরির খবর সাতক্ষীরা - Job News Satkhira' নামের একটি ফেসবুক গ্রুপে 'চাকরির খবর সাপ্তাহিক পত্রিকা' নামের একটি একাউন্ট থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি পোস্ট করে বলা হয়, "একটি বাড়ি একটি খামার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। দারিদ্র্য বিমোচনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে "আমার বাড়ি আমার খামার (একটি বাড়ি একটি খামার)" নামে চালু হওয়া প্রকল্পের মেয়াদ ২০২১ সালের ৩০ জুন শেষ হয়েছে। প্রকল্পটির মেয়াদ শেষ হলে ওই প্রকল্পটিকে পল্লী সঞ্চয় ব্যাংক হিসেবে স্থায়ী রূপদান করা হয়। পল্লী সঞ্চয় ব্যাংকের ওয়েবসাইটে একটি বাড়ি একটি খামার প্রকল্প থেকে কোনোপ্রকার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তথ্যটিও ভুয়া বলে নিশ্চিত করা হয়েছে।

একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কি না জানতে কি-ওয়ার্ড সার্চ করে প্রকল্পটির ওয়েবসাইটে গিয়ে জানা যায়, আমার বাড়ি আমার খামার (একটি বাড়ি একটি খামার) প্রকল্পের মেয়াদ ৩০ জুন, ২০২১ তারিখে শেষ হয়েছে, যার বর্তমান স্থায়ী রূপ হচ্ছে- পল্লী সঞ্চয় ব্যাংক। স্ক্রিনশট দেখুন--



উপরের তথ্যের ভিত্তিতে কি-ওয়ার্ড সার্চ করে পল্লী সঞ্চয় ব্যাংকের ওয়েবসাইটে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়। বিজ্ঞপ্তিটিতে জানানো হয়, ২০২১ সালের ৩০ জুন মেয়াদ শেষ হওয়ার পর এখন আর প্রকল্পটির কোনো কার্যক্রম চালু নেই। তাই এ ধরণের বিজ্ঞপ্তিতে প্ররোচিত না হতে এবং এ ব্যাপারে সাবধান থাকতে জনসাধারণকে পরামর্শ দেওয়া হয়েছে। স্ক্রিনশট দেখুন--



মূলত গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের জন্য তহবিল সৃষ্টি করে ওই তহবিল পারিবারিক খামারে বিনিয়োগের মাধ্যমে টেকসই দারিদ্র্য বিমোচন এবং জাতীয় দারিদ্র্যের হার ২০২০ সালের মধ্যে ১০% এ নামিয়ে আনার উদ্দেশ্যে আমার বাড়ি আমার খামার প্রকল্প (একটি বাড়ি একটি খামার) সৃষ্টি করা হয়। প্রকল্পটির মেয়াদ ২০২১ সালের ৩০ জুন শেষ হয়। 

অর্থাৎ একটি বাড়ি একটি খামার প্রকল্পের নিয়োগ বিজ্ঞপ্তিটি ভুয়া। প্রকল্পটির মেয়াদ ২০২১ সালের ৩০ জুন শেষ হয়েছে। তাই নতুন করে এই প্রকল্পের আওতায় নিয়োগ বিজ্ঞপ্তি আসার সুযোগ নেই।

সুতরাং মেয়াদ শেষ হয়ে যাওয়া সরকারের একটি পুরোনো প্রকল্পের নামে নতুন করে ভিত্তিহীন নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে, যা প্রতারণাপূর্ণ।

Related Stories