সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম 'টাইম' ম্যাগাজিনের সূত্র ব্যবহার করে একটি পোস্ট করে দাবি করা হচ্ছে, কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশে ৩ হাজার ২ শত ৪ জন পুলিশকে হত্যা করা হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১৬ অক্টোবর 'Tariqul Islam' নামের একটি আইডি থেকে পোস্ট করে লেখা হয়, "যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনের দাবি ‘ছাত্র আন্দোলনের সময় ৩ হাজার ২০৪ জন পুলিশকে হত্যা করা হয়েছে।’ সত্যটা প্রকাশ করা হউক।" নিচে স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় ৩ হাজার ২শ' ৪ জন পুলিশ নিহত হয়েছে এমন কোনো খবর বা তথ্য প্রকাশ করেনি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন। এমনকি অন্য কোনো গণমাধ্যমেও এমন খবর প্রকাশিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
কি-ওয়ার্ড সার্চ করে টাইম ম্যাগাজিনের ওয়েবসাইটে আলোচ্য দাবির প্রেক্ষিতে কোনো ধরণের তথ্য পাওয়া যায়নি। তবে, ছাত্র আন্দোলন ও অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হলেও সেসব প্রতিবেদনে পুলিশ হত্যার আলোচ্য সংখ্যা নিয়ে কোনো খবর পাওয়া যায়নি। স্ক্রিনশট দেখুন--
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমেও এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
ছাত্র আন্দোলনে কতজন পুলিশ নিহত হয়েছে?
কি-ওয়ার্ড সার্চ করে "আন্দোলন চলাকালে ৪৪ পুলিশ নিহত, ৫ আগস্ট সর্বোচ্চ ২৫ জন" শিরোনামে ডেইলি স্টারের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেখানে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র-জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে গত ২০ জুলাই থেকে ১৪ আগস্টের মধ্যে সংঘর্ষে মোট ৪৪ পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত পুলিশ সদস্যদের এই তালিকা প্রকাশ করেছে পুলিশ সদরদপ্তর। স্ক্রিনশট দেখুন--
এছাড়া, কি-ওয়ার্ড সার্চ করে "আন্দোলন চলাকালে নিহত পুলিশের তালিকা প্রকাশ" শিরোনামে একাত্তর টিভির একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেখানে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতায় নিহত ৪৪ পুলিশের তালিকা প্রকাশ করেছে বাহিনীটির সদরদপ্তর। পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগ থেকে এই তালিকা প্রকাশ করা হয়। এতে জানানো হয়, নিহত ৪৪ জনের মধ্যে কনস্টেবল ২১ জন, এএসআই সাত জন, এটিএসআই একজন, এসআই ১১ জন, নায়েক একজন, এবং তিন জন পরিদর্শক রয়েছেন। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ ছাত্র আন্দোলনে ৩ হাজার ২শ' ৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন দাবিতে কোনো খবর বা তথ্য প্রকাশ করেনি টাইম ম্যাগাজিন। এমনকি অন্য কোনো জাতীয় বা আন্তর্জাতিক গণমাধ্যমে এমন কোনো খবর প্রকাশিত হয়নি।
সুতরাং টাইম ম্যাগাজিনের সূত্র ব্যবহার করে ছাত্র আন্দোলনে ৩ হাজার ২শ' ৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন দাবিতে পোস্ট করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।