HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের ভুয়া তথ্য ফেসবুকে

বুম বাংলাদেশ দেখেছে, শিরোনামে প্রধানমন্ত্রীর পদত্যাগের কথা লেখা হলেও ভিডিওতে এ সংক্রান্ত কোন তথ্যই উল্লেখ করা হয়নি।

By - Ummay Ammara Eva | 12 Dec 2022 9:07 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে একটি টেলিভিশন সংবাদের আদলে বানানো একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, সরাসরি পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরকম দুটি পোস্ট দেখুন এখানেএখানে

গত ৪ ডিসেম্বর 'Md. Shofiqul Islam' নামে একটি ফেসবুক আইডি থেকে একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, "প্রশাসন ২ ভাগ' ডাইরেক পদত্যাগ পত্রজমা, গেট আউট শেখ হাসিনা"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--


অর্থ্যাৎ পোস্টটিতে দাবি করা হচ্ছে, সরাসরি পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টে করা দাবিটি সঠিক নয়। ভিডিওটির শিরোনামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের কথা উল্লেখ থাকলেও ভিডিওটির ভিতরে কোথাও এ ব্যাপারে কোনো তথ্য নেই।

পোস্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সংযুক্ত ভিডিওটির ৩৫-৪০ সেকেন্ডে সংবাদের হেডলাইন হিসেবে বলা হয়, "গেট আউট বলে শেখ হাসিনাকে আউট করা যাবে না, বললেন পরিকল্পনামন্ত্রী"। এরপরে ভিডিওটির ৯ মিনিট ৫ সেকেন্ডে বলা হয়, "ধমক দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানো যাবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জনগণের ভোটে নির্বাচিত। দেশের জনগণ তাকে চায়। যেদিন চাইবে না, সেদিন তিনি চলে যাবেন। বিএনপি হুমকি-ধামকি দিয়ে আউট, গেট আউট বলে শেখ হাসিনাকে আউট করা যাবে না। বরং দেশের মঙ্গলের জন্য শামিল হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে নগরের রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়ামে দিরাই শাল্লার উন্নয়ন পরিষদের আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইসলামী ব্যাংক থেকে একটি গ্রুপ হাজার কোটি টাকা ঋণ নেওয়া ও রিজার্ভ কমে যাওয়া নিয়ে বিএনপির অভিযোগের বিষয়ে তিনি বলেন, লুট হওয়া বিএনপি কেন, কেউইতো পছন্দ করবে না। আমরা পছন্দ করি নাকি? কথা..."

তবে পুরো ভিডিওটির মধ্যে প্রশাসন কিংবা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ সংক্রান্ত কোনো তথ্য উপস্থাপন করা হয়নি।

কি-ওয়ার্ড সার্চ করে অনলাইন পোর্টাল বাংলা নিউজে গত ৩ ডিসেম্বর 'গেট আউট' বলে শেখ হাসিনাকে 'আউট' করা যাবে না: পরিকল্পনামন্ত্রী' শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে আলোচ্য ভিডিও থেকে প্রাপ্ত পরিকল্পনামন্ত্রীর বক্তব্যের মত হুবহু বক্তব্য খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--



এছাড়া, দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটেও "হুমকি-ধমকি দিয়ে শেখ হাসিনাকে 'আউট' করা যাবে না: পরিকল্পনামন্ত্রী" শিরোনামে এ সংক্রান্ত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

এদিকে, শেখ হাসিনার পদত্যাগ করা সংক্রান্ত কোন খবর কিংবা বাংলাদেশে সেরকম কোনো পরিস্থিতি তৈরি হওয়ার মত সংবাদ জাতীয় কিংবা আন্তর্জাতিক গণমাধ্যমে পাওয়া যায়নি।

সুতরাং পরিকল্পনামন্ত্রীর একটি ভিন্ন বক্তব্য প্রচার করে ভিডিওর শিরোনামে শেখ হাসিনার পদত্যাগ সংক্রান্ত চটকদার ভিত্তিহীন তথ্য লিখে তা প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories