সামাজিক মাধ্যম ফেসবুকে একাধিক আইডি ও গ্রুপ থেকে পোস্ট করে বলা হচ্ছে, বেসরকারি সম্প্রচার মাধ্যম যমুনা টেলিভিশনের বরাতে জানা গেছে, বাংলাদেশ পুলিশে ৮০ হাজার ভারতীয় নাগরিক চাকরি করছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
১ ঘন্টা আগে (৬ আগস্ট) 'সাইবার -71 We Work to Protect Bangladesh' নামের একটি ফেসবুক পেজ থেকে পোস্ট করে বলা হয়, "শুধু পুলিশ বিভাগেই চাকরি করতো ভারতের ৮০ হাজার লোক। সূত্র: যমুনা টিভি.। ইনশা আল্লাহ শিগ্রী ভারত মুক্ত হবে।"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। বাংলাদেশ পুলিশে ভারতীয় নাগরিকেরা কাজ করে এরকম কোনো সংবাদ যমুনা টেলিভিশন কখনো প্রচার বা প্রকাশ করেনি।
আলোচ্য পোস্টের সত্যতা যাচাই করতে কি-ওয়ার্ড সার্চ করে যমুনা টেলিভিশনের ওয়েবসাইটে আলোচ্য পোস্টের মত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে আরো কি-ওয়ার্ড সার্চ করে যমুনা টেলিভিশনের সূত্রে 'HM CREATION' নামে একটি ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ২৬ জানুয়ারি "ভারতের লোক বাংলাদেশে পুলিশের চাকরি করছে যমুনা টেলিভিশন" শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটিতে বাংলাদেশ পুলিশে নিয়োগের ক্ষেত্রে ভুয়া ঠিকানা ব্যবহারের মাধ্যমে চাকরি পাওয়ার এক অভিনব প্রকৃতির জালিয়াতির ব্যাপারে জানানো হয়। তবে, ভিডিওটিতে বাংলাদেশ পুলিশে ভারতের নাগরিকদের থাকার কোনো তথ্য দেওয়া হয়নি। ইউটিউব ভিডিওটি দেখুন--
উপরের ভিডিওটিতে যমুনা টেলিভিশনের লোগো দেখতে পাওয়া যায়। এছাড়াও, ভাষ্যকারের কণ্ঠে শোনা 'থ্রি সিক্সটি ডিগ্রি' নামের সূত্র ধরে যমুনা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে "পুলিশ নিয়োগঃ সরিষায় ভুত | Investigation 360 Degree | EP 50" শিরোনামে প্রচারিত ওই একই ভিডিও খুঁজে পাওয়া যায়। তবে, ভিডিওটিতে পুলিশ নিয়োগে জালিয়াতির কথা বলা হলেও ভারতীয় নাগরিকদের চাকরি করার ব্যাপারে কোনো তথ্য দেওয়া হয়নি। যমুনা টেলিভিশনের ইউটিউব ভিডিওটি দেখুন--
এছাড়াও, যমুনা টেলিভিশনের ফেসবুক পেজেও ২০১৫ সালের ৫ অক্টোবর প্রকাশিত ওই একই ভিডিও খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে যমুনা টেলিভিশনের ওয়েবসাইটে গত ৭ আগস্ট "‘বাংলাদেশ পুলিশে ৮০ হাজার ভারতীয় চাকরি’র কোনো সংবাদ প্রচার করেনি যমুনা টিভি" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে যমুনা টেলিভিশনের পক্ষ থেকে বলা হয়, "আমাদের অগণিত দর্শক ও পাঠকদের জানাতে চাই– যমুনা টেলিভিশন এমন কোনো সংবাদ প্রকাশ করেনি। যমুনা নিউজের ওয়েব ভার্সনেও এমন কোনো সংবাদ প্রকাশিত হয়নি। এটি একটি ভুয়া নিউজ, যার সঙ্গে যমুনা টেলিভিশনের কোনো সম্পৃক্ততা নেই। গুজবে বিভ্রান্ত না হতে অনুরোধ করা যাচ্ছে দর্শক-পাঠকদের।"। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য দাবিটি সঠিক নয়। যমুনা টেলিভিশনের পুলিশ নিয়োগে ঠিকানা জালিয়াতি নিয়ে করা একটি প্রতিবেদনকে কেন্দ্র করে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে।
সুতরাং বাংলাদেশ পুলিশ বাহিনীতে ভারতীয় নাগরিকদের চাকরি করার ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।