সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের গায়ক চার্লি পুথ একটি কনসার্টে অংশগ্রহণ করতে বাংলাদেশে আসছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৬ ডিসেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল আইয়ের অনলাইন ভার্সনের ফেসবুক পেজ 'Channel i News'-এ একটি সংবাদ পোস্ট করে লেখা হয়, "ঢাকা মাতাতে আসছেন মার্কিন গায়ক চার্লি পুথ #ChanneliNews"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। যুক্তরাষ্ট্রের গায়ক চার্লি পুথের বাংলাদেশে কনসার্টে অংশ নিতে আসার কোনো তথ্য তার ওয়েবসাইট, ফেসবুক, টুইটার বা কোনো সামাজিক মাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, তথ্যটি ভুয়া বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে চার্লি পুথের জনসংযোগ বিভাগের এক এজেন্ট।
আলোচ্য পোস্টে যুক্ত সংবাদটির ভিতরে গিয়ে দেখা যায়, সংবাদটিতে বলা হয়েছে, "২০২৪ সালের ফেব্রুয়ারিতে ঢাকায় আসছেন মার্কিন শিল্পী চার্লি পুথ।... গত ২৫ ডিসেম্বর চার্লি পুথের ঢাকায় আসার খবরটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় সিলভার লাইন ইভেন্টস নামে একটি ম্যানেজমেন্ট সংস্থা।... সিলভারলাইন ইভেন্টস থেকে চ্যানেল আই অনলাইনকে বৃষ্টি জানান,‘ফেব্রুয়ারিতে চার্লি পুথ বাংলাদেশে আসবেন, এটা নিশ্চিত। তারিখও চূড়ান্ত হয়ে গেছে। কিন্তু আমরা আপাতত কনসার্টের তারিখ ও ভেন্যুটি জানাতে চাচ্ছি না।’" ফেসবুকেও এই দাবিটিই ছড়িয়ে পড়ে।
প্রথমত, চার্লি পুথের নিজের ওয়েবসাইট এবং সামাজিক মাধ্যম তথা তার ফেসবুক, টুইটার, টিকটক, ইন্সটাগ্রাম একাউন্ট এবং ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে বাংলাদেশে কোনোপ্রকার কনসার্টে গান গাওয়ার জন্য আসার তথ্য খুঁজে পাওয়া যায়নি। পর্যবেক্ষণে আরো দেখা গেছে, চার্লি পুথ কোনো কনসার্টে গান গাইতে গেলে নির্ধারিত তারিখের অনেকদিন আগে থেকেই তিনি তার ফেসবুক একাউন্টে সেই কনসার্টের প্রচারণা শুরু করেন। তবে, তার ফেসবুক একাউন্ট ঘেঁটে বাংলাদেশে কনসার্টের কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
দ্বিতীয়ত, ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা সিলভার লাইন ইভেন্টসের ওয়েবসাইটে ঢুকতে গিয়ে দেখা যায়, ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হয়েছে।
তৃতীয়ত, দৈনিক পত্রিকা দ্য ডেইলি স্টারের অনলাইন ভার্সনে 'Charlie Puth Concert in Dhaka likely a scam' শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "ইভেন্টের আয়োজকরা দ্য ডেইলি স্টারের সাথে মিডিয়া অংশীদারিত্বের চেষ্টা করলে একটি সাজানো ঘটনার সন্দেহ তৈরি হয়। যাচাইয়ের জন্য অপেক্ষা করার সময় আয়োজকরা আমাদের জানান যে শিল্পীর নিজের দেওয়া ঘোষণাসহ একটি ভিডিও শীঘ্রই প্রকাশিত হবে।" (অনূদিত)। প্রতিবেদনটি থেকে আরো জানা যায়, একজন নামকরা বিদেশী শিল্পীর অংশগ্রহণে হতে যাওয়া কনসার্টের টিকেটের মূল্য তুলনামূলকভাবে অত্যন্ত কম হওয়ায় ডেইলি স্টার স্বপ্রণোদিত হয়ে চার্লি পুথের জনসংযোগ এজেন্ট ব্রেন্ট স্মিথের সাথে যোগাযোগ করে। এসময়ে ব্রেন্ট স্মিথ ডেইলি স্টারকে জানান, চার্লি পুথের বাংলাদেশে কনসার্টে যাওয়ার তথ্যটি কীভাবে ছড়ালো তা তিনি জানেন না। তবে চার্লি পুথের বাংলাদেশে যাওয়ার কোনো কথা হয়নি বা তার বাংলাদেশে কোনো ইভেন্টও নেই। স্ক্রিনশট দেখুন--
এদিকে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে জানা যায়, আন্তর্জাতিক কনভেনশন সিটি (আইসিসিবি) বসুন্ধরায় ২০২৪ সালের ১০ ফেব্রুয়ারি চার্লি পুথের কনসার্ট হওয়ার ঘোষণা দেয় সিলভারলাইন নামে ওই ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি। এ সংক্রান্ত আপডেট জানতে সার্চ করে দৈনিক পত্রিকা আজকের পত্রিকায় "ঢাকায় চার্লি পুথের কনসার্ট নিয়ে ধোঁয়াশা, যা জানা গেল" শিরোনামে একটি প্রতবেদন থেকে জানা যায়, ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাটির ঘোষণা দেওয়া ভেন্যু আইসিসিবিতে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ আজকের পত্রিকাকে জানায়, "সিলভারলাইন নামে একটি প্রতিষ্ঠান তাদের সঙ্গে যোগাযোগ করলেও কোনো বুকিং নিশ্চিত করা হয়নি।" এছাড়া সিলভারলাইন নামে ওই প্রতিষ্ঠানের দাবী অনুযায়ী বাংলাদেশের সঙ্গীতশিপী জেফার রহমানের এরকম একটি কনসার্টে গান গাইতে আসার তথ্যটিও সঠিক নয় বলে জেফার রহমান আজকের পত্রিকাকে জানান। স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ওয়েবসাইটে "Corrigendum: Charlie Puth's agent says he's not coming to Bangladesh" শিরোনামে একটি প্রতিবেদন থেকে জানা যায়, চার্লি পুথের জনসংযোগ এজেন্ট ব্রেন্ট স্মিথ তাদেরকে জানিয়েছেন, চার্লি পুথের বাংলাদেশে আসার কোনো সম্ভাবনা নেই। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের গায়ক চার্লি পুথের বাংলাদেশে কনসার্টে গান গাইতে আসার তথ্যটি সঠিক নয়। একটি বেনামী ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার বরাত দিয়ে চার্লি পুথের আগামী বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় আসার ভুয়া তথ্যটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
সুতরাং চার্লি পুথের বাংলাদেশে কনসার্ট করতে আসার ভুয়া দাবি প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।