HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

শ্যামলীতে ট্রাফিকের দায়িত্ব পালনকালে কোনো ছাত্র নিহত হননি

বুম বাংলাদেশ দেখেছে, শ্যামলীতে নিহত ব্যক্তিটি ট্রাফিকের দায়িত্বরত ছাত্র নয় বরং তিনি একজন বাইক রাইডার ছিলেন।

By - Tausif Akbar | 12 Aug 2024 8:58 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি দুর্ঘটনার ছবি ও ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, রাজধানীর শ্যামলীতে ট্রাফিকের দায়িত্ব পালন করা অবস্থায় একজন ছাত্র ট্রাকে চাপা পড়ে নিহত হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানেএখানে

আজ ১২ আগস্ট 'Mahin Rahaman' নামের অ্যাকাউন্ট থেকে এ সংক্রান্ত একটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, "শ্যামলীতে ট্রাফিকের দায়িত্ব পালন করা অবস্থায় একজন ছাত্র ট্রাকে চাপা পড়ে নিহত হয় ..............."। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



এ বিষয়ে খবর প্রকাশ করেছে বৈশাখী টেলিভিশন ও দৈনিক আজকের দর্পন


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। প্রচারিত ছবি-ভিডিওতে দেখতে পাওয়া শ্যামলীর শিশুমেলা নামক জায়গায় নিহত ব্যক্তি ট্রাফিকের দায়িত্বরত ছাত্র নয় বরং তিনি একজন বাইক রাইডার ছিলেন।

বিষয়টি নিয়ে কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে ফেসবুকে অন্তত তিনটি (,, ) পোস্ট পাওয়া যায়। পোস্টগুলোতে তাঁরা নিহত ব্যক্তিকে চেনেন, ঘটনাস্থলে ছিলেন এবং সেসময়ে ঘটনাস্থলে ট্রাফিকের দায়িত্বরত অবস্থায় ছিলেন বলে উল্লেখ করে জানিয়েছেন, নিহত ব্যক্তি ট্রাফিকের দায়িত্বরত ছাত্র নয় বরং তিনি একজন বাইক রাইডার ছিলেন। পোস্টগুলোর কোলাজ দেখুন--



পাশাপাশি, কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে 'দৈনিক আজকের পত্রিকা' এর অনলাইন সংস্করণে গত ১১ আগস্ট "শ্যামলীতে ট্রাকচাপায় যুবক নিহত" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় মো. মোহন শেখ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেলে রাইড শেয়ার করতেন। রোববার বেলা ১১টার দিকে শিশুমেলার বিপরীত সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সড়কে থাকা শিক্ষার্থীরা ট্রাকটিকে আটক করে। তবে চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। নিহতের গ্রামের বাড়ি জামালপুর। ঢাকার শাহআলী এলাকায় থাকতেন। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--



বিষয়টি সরেজমিনে গিয়ে যাচাই করতে ঘটনাস্থলে যান বুম বাংলাদেশের এই ফ্যাক্ট চেকার। ঘটনাস্থলে গিয়ে সেখানে ওই দুর্ঘটনার সময়ে ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন এবং ঘটনাটি দেখেছেন এমন কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বললে তাঁরাও একই তথ্য জানান। এ বিষয়ে তাদের দুই জন শিক্ষার্থীর সাক্ষাৎকার তৌসিফ আকবর তার নিজের ফেসবুক প্রোফাইলে আপলোড করেছেন। পোস্টটির প্রিভিউ দেখুন--

Full View

  

অর্থাৎ শ্যামলীর শিশুমেলা এলাকায় গতকাল সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তি ট্রাফিকের দায়িত্বপালন করা ছাত্র নন বরং তিনি একজন বাইক রাইডার।

সুতরাং সামাজিক মাধ্যম ফেসবুকে 'শ্যামলীতে ট্রাফিকের দায়িত্ব পালন করা অবস্থায় একজন ছাত্র ট্রাক চাপায় নিহত হয়েছেন' মর্মে যে তথ্য প্রচার করা হচ্ছে; তা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories