সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে দেশি-বিদেশি অস্ত্র এবং মদের বোতল দেখা যাচ্ছে এরকম একটি ছবি পোস্ট করে অস্ত্রগুলো কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীদের বলে দাবি করা হচ্ছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
৪ ঘন্টা আগে 'Monjur Morshed Asim' নামের একটি ফেসবুক একাউন্ট থেকে দেশি-বিদেশি অস্ত্র এবং মদের বোতলের একটি ছবি পোস্ট করে বলা হয়, "তথাকথিত সাধারণ শিক্ষার্থীদের রুম থেকে উদ্ধার করা খাতা, কলম, বই..."। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। আলোচ্য ছবিটি কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীদের কক্ষ থেকে উদ্ধার করা অস্ত্র ও মদের বোতলের নয় বরং গতকাল ১৭ জুলাই সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হল থেকে হলের ছাত্রলীগের অনুসারীদের কক্ষ থেকে উদ্ধার করা অস্ত্র ও মদের বোতলের ছবি।
ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে গত ১৭ জুলাই দৈনিক পত্রিকা দেশ রূপান্তরের অনলাইন ভার্সনে গত ১৭ জুলাই "শাবি ছাত্রলীগ নিয়ন্ত্রীত কক্ষ থেকে শটগান ও দেশীয় অস্ত্র উদ্ধার" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হল থেকে একটি রিভলবার, একটি শটগান, দেশীয় অস্ত্র ও শতাধিক মাদকের বোতল উদ্ধার করে কোটা সংস্কারের আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা। ১৭ জুলাই বিকালে হল প্রশাসনের সহযোগিতায় ছাত্রলীগের রুমগুলো থেকে এসব অবৈধ সরঞ্জাম উদ্ধার করা হয়। স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে আজকের পত্রিকার অনলাইন ভার্সনেও গত ১৭ জুলাই "শাবিপ্রবির হল নিয়ন্ত্রণে নিল আন্দোলনকারী শিক্ষার্থীরা, অস্ত্র উদ্ধার" শিরোনামে প্রকাশিত আরেকটি প্রতিবেদনেও আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "গত ১৭ জুলাই সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হল নিয়ন্ত্রণে নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। ওইদিন দুপুরে গায়েবানা জানাজা ও কফিন কর্মসূচির পরে হলগুলো নিয়ন্ত্রণে নেয় তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের শাহপরান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, সৈয়দ মুজতবা আলী হলের বেশ কিছু কক্ষ নিয়ন্ত্রণ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সেসময় বেশ কিছু কক্ষে দেশীয় অস্ত্র, চাকু, পিস্তল, রিভলবার ও মদের বোতল পড়ে থাকতে দেখা যায়।" অর্থাৎ, শাবিপ্রবির আবাসিক হল দখল করে নেওয়ার সময়ে ওই অস্ত্রগুলো জব্দ করে সাধারণ শিক্ষার্থীরা। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও যায়যায়দিনের অনলাইন ভার্সন, বিডি টুডে এবং দৈনিক জালালাবাদের ওয়েবসাইটেও একই তথ্যসহ আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ আলোচ্য ছবিতে দৃশ্যমান অস্ত্র ও মদের বোতলগুলো কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কাছ থেকে উদ্ধারকৃত নয়। বরং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষ থেকে এসব দেশি-বিদেশি অস্ত্র ও মদের বোতল উদ্ধার করা হয়।
সুতরাং শাবিপ্রবির আবাসিক হলের ছাত্রলীগ নেতাকর্মীদের কক্ষে প্রাপ্ত অস্ত্র ও মদের বোতলের ছবিকে সাধারণ শিক্ষার্থীদের দাবি করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।