HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

শিশুদের হৃদয়স্পর্শী ছবিগুলো এআই প্রযুক্তির সাহায্যে তৈরি

বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ছবিগুলো বাস্তব দৃশ্যের নয় বরং কৃত্তিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।

By - Tausif Akbar | 12 Feb 2024 5:45 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন পেজ এবং গ্রুপে বেশ কয়েকটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, এগুলো শিশু-কিশোরদের কাঁদা মাটিতে করুণ জীবনযাপনের ছবি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে

গত ০১ ফেব্রুয়ারি 'পর্দাশীল' নামের একটি ফেসবুক গ্রুপে 'Nasir H S' নামের একটি অ্যাকাউন্ট থেকে "জীবন নিয়ে আর কোন অভিযোগ নেই,,, এদের থেকে ভালো থাকলে আলহামদুলিল্লাহ বলে যাবেন" ক্যাপশনে একটি পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের ছবিগুলো বাস্তব কোনো দৃশ্যের নয় বরং কৃত্তিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এআই প্রযুক্তি ব্যবহার করে ছবিগুলো তৈরি করা হয়েছে।

ছবিগুলো লক্ষ্য করে দেখা যায় যে এতে 'BingAI LB' লেখা বা ওয়াটারমার্ক যুক্ত করা রয়েছে। 'BingAI LB' নিয়ে কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে ছবি ও ক্ষুদে ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে 'lb_tengkorak বা Liena Bunkerz (LB)' নামের একটি অ্যাকাউন্ট থেকে গত ২৮ জানুয়ারি করা একটি পোস্টে আলোচ্য পোস্টের ৫টি ছবি খুঁজে পাওয়া যায়। পোস্টের ক্যাপশনে হ্যাশট্যাগের মাধ্যমে উল্লেখ করা হয়, "ছবিগুলো কৃত্তিম বুদ্ধিমত্তা সম্পন্ন বিং ইমেজ ক্রিয়েটর টুলসের মাধ্যমে তৈর করা হয়েছে" (অনূদিত)। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



পাশাপাশি, কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে ভারতীয় তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান 'বুম লাইভ'-এ গত ৫ ফেব্রুয়ারি "AI Generated Pictures Showing Palestinians In Relief Camps Surface" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে আলোচ্য ছবিগুলো সহ কয়েকটি ছবির বিষয়ে উল্লেখ করা হয়, "ছবিগুলো এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি"

এছাড়াও প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, ছবিগুলো যিনি তৈরি করেছেন সেই 'Liena Bunkerz' এর কাছে জানতে চাইলে ছবিগুলো তিনি এআই টুলস 'বিং ইমেজ ক্রিয়েটর' এর মাধ্যমে তৈরি করেছেন বলে বুমকে জানিয়েছেন (অনূদিত ও সংক্ষেপিত)। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--



অর্থাৎ ছবিগুলো বাস্তব নয় বরং কৃত্তিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা।

সুতরাং এআই নির্মিত কিছু ছবিকে বাস্তব ছবি হিসেবে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

Related Stories