HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ফায়ার সার্ভিসের গাড়িতে আগুন লাগলে দোয়া পড়ার ছবিটি এডিটেড

বুম বাংলাদেশ দেখেছে, মূল ছবিটিতে ফায়ার সার্ভিসের গাড়ির ওই অংশটি ফাঁকা রয়েছে অর্থ্যাৎ কিছুই লেখা নেই।

By - Ummay Ammara Eva | 1 May 2023 9:12 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একটি আইডি থেকে একটি ছবি পোস্ট করা হয়েছে, যেখানে ফায়ার সার্ভিসের একটি গাড়িতে আগুন নেভাতে দোয়া পড়ার উপদেশ দিয়ে আগুন নেভানোর দোয়া লেখা থাকতে দেখা যায়। এরকম একটি পোস্ট দেখুন এখানে

গত ৪ এপ্রিল 'Belal Mahmod' নামে একটি আইডি থেকে ফায়ার সার্ভিসের গাড়ির এমন একটি ছবি পোস্ট করে লেখা হয়, "যে দেশের সংসদে করোনা মুক্তির মুনাজাত হয়- এবং একই সংসদে দ্রুত টিকা কেনার অর্থ বাজেট পাশের জন্য বিশেষ অধিবেশন ডাকা হয়,সে দেশে এসব চিত্র অসম্ভব নয়। Picture Collection : S k Sarker"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। বাংলাদেশে ব্যবহৃত ফায়ার সার্ভিসের গাড়িতে আগুন নেভানোর দোয়া পড়ার উপদেশ দেয়া বা কোনো দোয়া লেখা থাকে না। এছাড়া, আলোচ্য ছবিটির অরিজিনাল ছবিটি খুঁজে পাওয়া গেছে, যেখানে গাড়িতে লেখার ওই অংশটি ফাঁকা রয়েছে অর্থ্যাৎ কিছুই লেখা নেই।

ফায়ার সার্ভিসের গাড়ির ব্যাপারে জানতে কি-ওয়ার্ড সার্চ করে ২০১৯ সালে ফায়ার সার্ভিসের আধুনিকায়নের উপরে দৈনিক পত্রিকা যুগান্তরের করা "বদলে যাচ্ছে ফায়ার সার্ভিস" শীর্ষক একটি প্রতিবেদনে ফায়ার সার্ভিসের গাড়ির ছবি খুঁজে পাওয়া যায়। ওই ছবিতে দেখা যায়, ফায়ার সার্ভিসের গাড়ির উপরে দোয়া পড়ার পরামর্শ বা দোয়া সংক্রান্ত কিছু লেখা নেই। স্ক্রিনশট দেখুন--


এরপরে, ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে সোয়া ম্যাপস নামে একটি ওয়েবসাইটে সিলেটের বিয়ানীবাজারের ফায়ার সার্ভিসের তথ্য নিয়ে "Beanibazar Fire Service & Civil Defence" শিরোনামে তথ্যমূলক একটি ছোট স্টোরিতে আলোচ্য ছবিটি হুবহু খুঁজে পাওয়া যায়। আলোচ্য ছবি এবং ওই ছবিটি হুবহু এক হলেও ওয়েবসাইটের ছবির গাড়িটিতে দোয়া সংক্রান্ত কিছুই লেখা নেই। স্ক্রিনশট দেখুন--


আলোচ্য ছবি (বামে) এবং সোয়া মাপসের (ডানে) ওয়েবসাইটে প্রাপ্ত ছবিটির মধ্যে মিল দেখুন--


এছাড়াও উইকিমিডিয়ার ওয়েবসাইটেও "Bangladesh Fire Service van" শীর্ষক শিরোনামে হুবহু ছবিটি খুঁজে পাওয়া যায়, যেখানে দেখা যায় গাড়ির উপরে কিছুই লেখা নেই।

অর্থ্যাৎ বাংলাদেশের ফায়ার সার্ভিসের ব্যবহৃত গাড়িতে আগুন নেভানোর দোয়া লিখা থাকে না এবং আলোচ্য ছবির মূল ছবিটি এডিট করে আগুন নেভানোর দোয়া লেখা হয়েছে।

সুতরাং ফায়ার সার্ভিসের ব্যবহৃত একটি গাড়ির ছবিকে এডিট করে গাড়ির উপরে "আগুন নেভাতে দোআ পড়ুন" ও আগুন নেভানোর দোয়া লিখে ফেসবুকে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories