সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে সৌদি আরবের উত্তরাঞ্চলের মরুভূমিতে বেগুনি রংয়ের ফুল ফোটার খবরের সাথে একটি ছবি যুক্ত করে দাবি করা হচ্ছে, ছবিটি সৌদি আরবের মরুভূমির। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ২২ ফেব্রুয়ারি 'সারাক্ষণ নিউজ' নামের একটি পেজ থেকে ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, "চলতি মৌসুমের শীতে বেশি বৃষ্টিপাত হয়েছে সৌদি আরবে। এতে দেশটির উত্তরাঞ্চলের রাফা অঞ্চলে বিস্তৃত মরুভূমি ছেয়ে গেছে বেগুনি রঙের সুগন্ধী ফুলে। এই ফুলের সমাহার দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমাচ্ছে সৌদিরা।" স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, সৌদি আরবের উত্তরাঞ্চলের মরুভূমিতে বেগুনি রংয়ের ফুল ফোটার খবরটি সঠিক হলেও আলোচ্য ছবিটি চিলির আতাকামা মরুভূমির একটি অঞ্চলের।
ছবিটি রিভার্স সার্চ করার পর, নিউজ অ্যাগ্রিগেটর ইয়াহু নিউজে বার্তা সংস্থা এএফপির বরাতে "El Nino covers arid Atacama desert in flowers" শিরোনামে একটি প্রতিবেদনে ছবিটি খুঁজে পাওয়া যায়, যা ২০১৫ সালের ৩০ অক্টোবর প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি থেকে জানা যায়, পৃথিবীর অন্যতম শুষ্ক মরুভূমি হিসেবে পরিচিত চিলির আতাকামা মরুভূমিতে ঐ বছর ভারী মৌসুমি বৃষ্টিপাত হলে মরুভূমির একটি অংশ গোলাপি রংয়ের বুনো ফুলে ছেয়ে যায়। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও ছবিটি দ্য গার্ডিয়ান এবং স্টক ছবির ওয়েবসাইট গেট্টি ইমেজেসও খুঁজে পাওয়া গেছে।
অর্থাৎ ছবিটি সৌদি আরবের নয় বরং চিলির আতাকামা মরুভূমির একটি অঞ্চলের।
তবে মধ্যপ্রাচ্যভিত্তিক একাধিক সংবাদমাধ্যমে সৌদি-ইরাক সীমান্তের কাছাকাছি অঞ্চলে মরুভূমি জুড়ে বেগুনি রংয়ের সুগন্ধী ফুল ফোটার খবর প্রকাশিত হয়েছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়ায় 'Pictures: Desert bloom carpets northern Saudi Arabia with purple flowers' শিরোনামে প্রকাশিত খবরে বলা হয়, সৌদির উত্তরাঞ্চলে রাফা মরুভূমিতে ভারী মৌসুমি বৃষ্টিপাতের ফল বিশাল অংশজুড়ে বেগুনি রংয়ের ফুল ফুটেছে। তবে আলোচ্য ছবিটি নিশ্চিতভাবেই সৌদির নয়।
সুতরাং চিলির আতাকামা মরুভূমির একটি ছবিকে সৌদি মরুভূমিতে ফোটা ফুল দাবি করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।