সামাজিক মাধ্যম থ্রেডসে একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, ফিলিস্তিনি একজন শিশুর কর্দমাক্ত অবস্থায় কুরআন ধরে কান্না করার ছবি এটি। থ্রেডসে এরকম দুইটি পোস্ট দেখুন এখানে ও এখানে। ছবিটি সামাজিক মাধ্যম ফেসবুকেও প্রচার করা হয়েছে। ফেসবুক পোস্ট দেখুন এখানে ও এখানে।
গত ১৯ এপ্রিল 'naziya_ansaari' ইউজার নেম এর অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করা হয়। থ্রেডস পোস্টটির সাথে উল্লেখ করা হয় 'Allah hu akbar. Palestine 🇪🇭'। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের ছবিটি বাস্তব কোনো দৃশ্যের নয় বরং কৃত্তিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এআই প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।
আলোচ্য ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে গ্রহণযোগ্য কোনো মাধ্যমে দাবি অনুযায়ী ছবিটির বাস্তব হওয়ার বিষয়ে কিংবা ছবিটির বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি। পরবর্তীতে এআই ছবি সনাক্তের টুলস 'এআই অর নট' ব্যবহার করে ছবিটি যাচাই করলে টুলসটি ছবিটিকে সম্ভাব্য এআই প্রযুক্তিতে তৈরি বলে ফলাফল দিয়েছে। দেখুন--
এছাড়াও এআই ছবি সনাক্তের আরো একটি শক্তিশালী টুলস 'হাইভ' ব্যবহার করে ছবিটি যাচাই করলে টুলসটি ছবিটিকে ৯৯.৯ শতাংশ এআই প্রযুক্তিতে তৈরি বলে ফলাফল দিয়েছে। দেখুন--
অর্থাৎ কুরআন হাতে শিশুর কান্না করার ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
সুতরাং এআই নির্মিত ছবিকে বাস্তব ছবি হিসেবে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।