সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে বেসরকারি ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিং 'বিকাশ' অ্যাপের একটি স্ক্রিনশট পোস্ট করে দাবি করা হচ্ছে, ইদুল ফিতর উপলক্ষ্যে বিকাশ সবাইকে ৭৯৯৯ (সাত হাজার নয়শ নিরানব্বই) টাকা ইদ বোনাস দিচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৮ মার্চ 'দুষ্টু মিয়ের মিষ্টি প্রেমিকা' নামের একটি আইডি থেকে বিকাশ অ্যাপের একটি স্ক্রিনশট পোস্ট করে লেখা হয়, "আলহামদুলিল্লাহ। রোজা রেখে একটুও মিথ্যা বলছি না। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিকাশ সবাইকে ৭,৯৯৯ টাকা ঈদ সালামী বোনাস দিচ্ছে। প্রথমে বিশ্বাস করিনি, পরে যখন নিজের বিকাশে ৭,৯৯৯ টাকা পেলাম তখন বিশ্বাস হলো।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ইদুল ফিতর উপলক্ষ্যে বিকাশ গ্রাহকদের ৭৯৯৯ টাকা ইদ বোনাস দেওয়ার দাবিটি ভিত্তিহীন ও প্রতারণাপূর্ণ বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য দাবির পক্ষে কোনো ধরণের তথ্য বা প্রতিবেদন নির্ভরযোগ্য সূত্রে খুঁজে পাওয়া যায়নি। এমনকি বিকাশের ওয়েবসাইট ও ভেরিফাইড ফেসবুক পেজে অনুসন্ধান করে ইদ উপলক্ষ্যে এ ধরণের বোনাস দেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে, প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে "ঈদের শপিংয়ে ৳৫০০ পর্যন্ত অফার" শিরোনামে একটি ক্যাম্পেইনের খবর পাওয়া যায়। যেখানে বলা হয়, ইদে কেনাকাটায় বিকাশে পেমেন্ট করলে সর্বোচ্চ পাঁচ শত টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে এবং এ নিয়ে বিভিন্ন নির্দেশনা দেয়া আছে। তবে গ্রাহককে ৭৯৯৯ টাকা ঈদ বোনাস দেওয়া হবে, এমন কোনো তথ্য পাওয়া যায়নি। স্ক্রিনশট দেখুন--
এ বিষয়ে আরও জানতে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের কাস্টমার কেয়ারে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বুম বাংলাদেশকে জানানো হয়, বর্তমানে বিকাশ এ ধরণের কোনো অফার ঘোষণা করেনি এবং এমন অফারের সাথে বিকাশের কোনো সম্পর্ক নেই। এ ধরনের ভুল তথ্য দ্বারা বিভ্রান্ত না হওয়ারও অনুরোধ করা হয়। এছাড়া, কিছু অসাধু চক্র বিভিন্ন নকল ওয়েবসাইট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা অফার দেখিয়ে প্রতারণার করে থাকে বলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।
অর্থাৎ ইদুল ফিতর উপলক্ষ্যে বিকাশ গ্রাহকদেরকে ৭৯৯৯ টাকা ইদ বোনাস দেয়ার দাবিটি ভিত্তিহীন ও প্রতারণাপূর্ণ।
সুতরাং ইদুল ফিতর উপলক্ষ্যে বিকাশ গ্রাহকদেরকে প্রায় আট হাজার টাকা অর্থ উপহার দিচ্ছে বলে যে তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে, তা বিভ্রান্তিকর।