সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডিও, পেজ ও গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ স্টার ওয়ার্সের আদলে প্রথমবারের মত ভিডিও গেম বাজারে আনা হচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে (আন্তর্জাতিক সময়), এখানে (প্রযুক্তির সময়), এখানে, এখানে ও এখানে।
গত ৩০ আগস্ট সময় টেলিভিশনের আন্তর্জাতিক সংবাদ প্রচারে পরিচালিত 'আন্তর্জাতিক সময়' ফেসবুক পেজে একটি সংবাদ ভিডিও পোস্ট করে বলা হয়, "প্রথমবারের মতো বাজারে আসছে স্টার ওয়ার্সের ভিডিও গেম"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। স্টার ওয়ার্স চলচ্চিত্র সিরিজের আদলে এর আগেও অসংখ্য ভিডিও গেমস বাজারে এসেছে। চলতি বছরেও আলোচ্য পোস্টে উল্লেখিত স্টার ওয়ার্স আউটল'স গেমটি আসার আগেই স্টার ওয়ার্সের অন্য ভিডিও গেমস বাজারে এসেছে।
আলোচ্যত পোস্টের দাবিটির সত্যতা জানতে কি-ওয়ার্ড সার্চ করে গেমস র্যাডার নামে একটি ওয়েবসাইটে গত ২৮ আগস্ট "10 best Star Wars games to play in 2024" শিরোনামে প্রকাশিত একটি নিবন্ধ খুঁজে পাওয়া যায়। উক্ত নিবন্ধে ২০০২ সাল থেকে এইপর্যন্ত বাজারে আসা স্টার ওয়ার্সের আদলে তৈরি করা ভিডিও গেমসের মধ্যে শীর্ষ ১০টি গেমসের নাম তুলে ধরা হয়। তন্মধ্যে ২০২২ এবং ২০২৩ সালে বাজারে আসা স্টার ওয়ার্সের গেমসের নামও রয়েছে। স্ক্রিনশট দেখুন--
আরো কি-ওয়ার্ড সার্চ করে স্টার ওয়ার্সের ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটের 'Star Wars Games + Apps' বিভাগে স্টার ওয়ার্স চলচ্চিত্রের আদলে তৈরি অসংখ্য গেমসের তথ্য খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
এছাড়া চলচ্চিত্রবিষয়ক তথ্যশালা আইএমডিবিতে স্টার ওয়ার্সের এইপর্যন্ত বাজারে আসা ৭৩ টি ভিডিও গেমসের ব্যাপারে জানা যায়।
অর্থাৎ আউটল'স স্টার ওয়ার্স চলচ্চিত্র সিরিজের প্রথম ভিডিও গেম নয়। এর আগেও স্টার ওয়ার্স সিরিজের অসংখ্য গেমস বাজারে এসেছে।
সুতরাং স্টার ওয়ার্স চলচ্চিত্র সিরিজের গেমস প্রথমবারের মত বাজারে আসার ভুল তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে।