সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, বিশ্বকাপ ফাইনালের পর গোল্ডেন গ্লাভস ভুলক্রমে এমি মার্টিনেজকে দিয়ে দেয়া হয়। পরে নিজেদের ভুল বুঝতে পেরে ফিফা ব্রাজিলের আলিসনের হাতে গোল্ডেন গ্লাভস তুলে দেয়। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৯ ডিসেম্বর 'ফুটবলের বিনোদন জগৎ' নামে একটি পেজে ব্রাজিল ফুটবল দলের গোলকিপার এলিসন বেকারের একটি ছবি পোস্ট করে বলা হয়, "ফাইনালের পর; গোল্ডেন গ্লাভস ভুলে এমি মার্তিনেজ কে দিয়ে দেয়া হয়।পরে ফিফা ভুল বুঝতে পেরে সবচেয়ে দামি গোল্ডেন গ্লাভস সেরা বকপাখি আলিসনের হাতে তুলে দেয়া হয়। আমাদের ব্রাজিলীয়ান বাজ পাখি।??? ফলোঃ ?????? ? ????? #ফুটবলের_বিনোদন_জগৎ"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
অর্থ্যাৎ, ওই পোস্টে দাবি করা হয় ২০২২ সালের বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস বিজয়ী ব্যক্তি আর্জেন্টিনার এমি মার্টিনেজ নন বরং ব্রাজিলের এলিসন বেকার এবং পোস্টে সংযুক্ত ছবির ব্যক্তি এলিসন বেকার।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ব্রাজিলিয়ান ফুটবলার গোলরক্ষক এলিসনের হাতে গোল্ডেন গ্লাভস তুলে দেওয়ার দাবিটি মিথ্যা। আর্জেন্টাইন ফুটবলার গোলরক্ষক এমি মার্টিনেজের গোল্ডেন গ্লাভস হাতে ধরা ছবিতে এডিটের মাধ্যমে বেকারের মুখ বসিয়ে ছবিটি তৈরি করা হয়েছে।
ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম বিবিসির ওয়েবসাইটে 'Martinez wins World Cup Golden Glove' শিরোনামের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, শ্রেষ্ঠ গোলরক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় গোল্ডেন গ্লাভস জিতেছেন এমিলিয়ানো মার্টিনেজ। স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে ওয়েলস অনলাইন নামে আরেকটি ওয়েবসাইটে 'Golden Glove winner at World Cup 2022 confirmed as Argentina's Emiliano Martinez helps team to trophy' শিরোনামে আরেকটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনেও বলা হয়, আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ ২০২২ বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস বিজয়ী হিসেবে নিশ্চিত হয়েছেন। স্ক্রিনশট দেখুন--
তবে, প্রতিবেদন দুটি পর্যবেক্ষণে দেখা যায়, আলোচ্য পোস্টে দেখানো এলিসন বেকারের ছবি আর এমিলিয়ানো মার্টিনেজের গ্লাভস ধরা হাতের ছবির মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে যা থেকে বোঝা যায়, এমিলিয়ানো মার্টিনেজের ছবিকে এডিটের মাধ্যমে এলিসন বেকারের মুখ বসিয়ে ওই ছবিটি তৈরি করা হয়েছে এবং কালার ইফেক্ট ব্যবহার করে জার্সির রংটাকে কিছুটা হলুদ বর্ণের করে দেয়া হয়েছে। বিশ্বকাপ ফাইনাল ম্যাচে মার্টিনেজের পরা জার্সি ছাড়াও ছবি দুটির তুলনামূলক অন্যান্য সাদৃশ্য দেখুন--
এছাড়াও, অনলাইন ফটোস্টকার সাইট গেটি ইমেজেসের ওয়েবসাইটেও খুঁজে পাওয়া যায় এমি মার্টিনেজের ছবি। স্ক্রিনশট দেখুন--
অর্থ্যাৎ এডিটের মাধ্যমে আর্জেন্টাইন ফুটবলার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের ছবিকে এলিসন বেকারের ছবি হিসেবে দেখিয়ে দাবি করা হচ্ছে যে, প্রথমে মার্টিনেজকে গোল্ডেন গ্লাভস দেওয়া হলেও পরবর্তীতে সেটি এলিসন বেকারকে প্রদান করা হয় যা ভিত্তিহীন। এছাড়া, এরকম কোনো ঘটনার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং এমিলিয়ানো মার্টিনেজের ছবিকে এডিট করে এলিসন বেকারকে গোল্ডেন গ্লাভস প্রদান করা হয়েছে বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।