সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, আর্জেন্টিনা যেতে বাংলাদেশিদের ভিসার প্রয়োজন হবে না। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৭ মার্চ 'কারেন্ট অ্যাফেয়ার্স ✅' নামে একটি পাবলিক গ্রুপে 'নূর'স জব ম্যাথ' নামে একটি আইডি থেকে বাংলাদেশি সবুজ পাসপোর্টের ছবিসহ একটি গ্রাফিক ডিজাইন পোস্টার শেয়ার করে বলা হয়, "র্জেন্টিনা যেতে ভিসার দরকার হবে না।"ফেসবুক পোস্টটি দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, বাংলাদেশ সরকার ও আর্জেন্টিনা সরকারের মধ্যে এক সমঝোতা স্মারকের ভিত্তিতে বাংলাদেশের অফিসিয়াল লাল পাসপোর্টধারী এবং কূটনৈতিক ব্যক্তিরা ভিসা ছাড়াই আর্জেন্টিনা যেতে পারবেন। সাধারণ মানুষদের জন্য ভিসা প্রয়োজন হবে।
আলোচ্য পোস্টের ভিত্তিতে কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক পত্রিকা যুগান্তরের অনলাইন ভার্সনে গত ২৭ ফেব্রুয়ারি "আর্জেন্টিনা যেতে যাদের ভিসা লাগবে না" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, "কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টে আর্জেন্টিনা যেতে ভিসা লাগবে না। এজন্য বাংলাদেশ ও আর্জেন্টিনা ভিসা অব্যাহতি চুক্তি সই করেছে। সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন। এছাড়া দুই দেশের ফুটবল নিয়ে চুক্তি এবং দুদেশের কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতাসংক্রান্ত সমাঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।" স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে বেসরকারি টেলিভিশন যমুনা টিভির ইউটিউব চ্যানেলে গত ২৭ ফেব্রুয়ারি 'বাংলাদেশ থেকে ভিসা ছাড়াই আর্জেন্টিনা; লাগবে অফিসিয়াল পাসপোর্ট | Argentina Embassy' শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটিতে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীকে দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে ভিসা সহজীকরণের ইচ্ছা প্রকাশ করতে দেখা যায়। ভিডিওটি দেখুন--
এছাড়াও ডিবিসি নিউজ, ঢাকা পোস্টসহ অন্যান্য গণমাধ্যমেও একই ধরণের সংবাদ খুঁজে পাওয়া যায়। অর্থ্যাৎ শুধু অফিসিয়াল পাসপোর্টধারী এবং কূটনৈতিক ব্যক্তিবর্গ বিনা ভিসায় আর্জেন্টিনা প্রবেশ করতে পারবেন।
সুতরাং বাংলাদেশিদের আর্জেন্টিনা যেতে ভিসার প্রয়োজন হবে না বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।