সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, ফেনীর মতিন মিয়া নামে এক ব্যক্তিকে নিজের অটোগ্রাফ সম্বলিত জার্সি উপহার হিসেবে পাঠিয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের অধিনায়ক লিওনেল মেসি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১ মার্চ 'মেসিয়ান খায়রুল' নামে একটি ফেসবুক আইডি থেকে একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, "ফেনীর মতিনের জন্য জার্সি পাঠিয়েছেন মেসি। আর্জেন্টিনা জন্য হাত-পা হারিয়েছেন মতিন💔 ভালবাসা জন্য নিজের জীবন নষ্ট করে বসলেন তিনি, সত্যি বিষয় টা অনেক কষ্ট কর🥺😭"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ফেনীর আব্দুল মতিনকে আর্জেন্টিনার দূতাবাস থেকে সেদেশের সরকারের পক্ষ থেকে বিশেষভাবে তৈরি ওই জার্সিটি উপহার দেওয়া হয়েছে। আর্জেন্টিনা সরকারের দেওয়া সেই জার্সিতে মেসির অটোগ্রাফ ছিলো না বলে আব্দুল মতিন নিশ্চিত করেছেন।
কী-ওয়ার্ড সার্চ করে দৈনিক প্রথম আলোর অনলাইন ভার্সনে 'আর্জেন্টিনার দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে কেন আমন্ত্রণ পেয়েছিলেন ফেনীর মতিন' শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "উদ্বোধনী আয়োজনে আর্জেন্টিনা সরকারের আমন্ত্রণে গত ২৭ ফেব্রুয়ারি ঢাকায় এসেছিলেন ফেনীর আবদুল মতিন। তাঁকে আর্জেন্টিনা ফুটবল দলের একটি জার্সি উপহার দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়ারো।" স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে দৈনিক পত্রিকা সমকালের অনলাইন ভার্সনে 'মেসির কাছে আমার নাম পৌঁছে দিয়েন' শিরোনামে প্রকাশিত আরেকটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "বুয়েন্স আয়ার্স থেকে আসা সাংবাদিকের দল থেকে শুরু করে পররাষ্ট্রমন্ত্রী– সবার কৌতূহল ছিল মতিনকে ঘিরে। জানতে চাওয়া হয়েছিল তাঁর কোনো ইচ্ছার কথা– হৃদয়ে লালিত স্বপ্নের কথা বলতে দ্বিধা করেননি মতিন। ‘আপনারা শুধু মেসির কাছে আমার নামটি পৌঁছে দিয়েন। তাঁকে বলে দিয়েন, বাংলাদেশে তাঁর এক ভক্ত কতটা ভালোবাসে তাঁকে। মেসি যদি তা শুনে কোনো দিন আমার খোঁজ করেন, তাতেই আমার জীবন ধন্য হয়ে যাবে।’ আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী মতিনকে আশ্বাস দিয়েছেন, তিনি মতিনের বার্তা পৌঁছে দেবেন মেসির কাছে।" এ থেকে বোঝা যায়, আব্দুল মতিনকে দেওয়া জার্সির সাথে মেসির কোনো সংশ্লিষ্টতা নেই। স্ক্রিনশট দেখুন---
আলোচ্য ক্লেইমটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পরে এব্যাপারে জানার জন্য ফেনীর আব্দুল মতিনের সাথে যোগাযোগ করে বুম বাংলাদেশ। তিনি জানান, "তাকে দেওয়া আর্জেন্টিনার ফুটবল দলের অফিসিয়াল জার্সিটির সাথে মেসির কোনো সংশ্লিষ্টতা নেই। মেসির কোনো অটোগ্রাফও ওই জার্সিতে নেই। এমনকি মেসি এখনো তার সম্পর্কে জানেন না। তিনি নিজের ফেসবুক পেজের ব্যাপারে জানিয়ে বলেন, ওই পেজে তিনি আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর কাছে যা যা উপহার পেয়েছেন একটি ভিডিওতে তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন তিনি।" আব্দুল মতিনের তথ্যসূত্রে আমরা তার পেজে গিয়ে '- আর্জেন্টিনার পক্ষ থেকে পাওয়া সব উপহার কি কি দিলো আমাকে ওইদিন..!!🇦🇷🤝🇧🇩!!..🌼' ক্যাপশনে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওতে অন্যান্য উপহারের সাথে আর্জেন্টিনার দূতাবাসের থেকে পাওয়া জার্সিটিও প্রদর্শিত হয়েছে। জার্সিটির দুই পাশের কোনো পাশেই লিওনেল মেসির অটোগ্রাফ নেই। ফেসবুক পোস্টটি দেখুন--
অর্থ্যাৎ আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়ারো ফেনীর আব্দুল মতিনকে দেশটির ফুটবল খেলার প্রতি ভালোবাসার খবর জানতে তাকে বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। ওই অনুষ্ঠানে আর্জেন্টিনার পক্ষ থেকে তাকে আর্জেন্টিনা ফুটবল দলের অফিসিয়াল জার্সি উপহার দেওয়া হয়।
সুতরাং ফেনীর ফুটবলপ্রেমী আব্দুল মতিনকে মেসি তার অটোগ্রাফ সম্বলিত জার্সি উপহার পাঠিয়েছেন বলে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।