HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

দ্য কাশ্মীর ফাইলসের দাদাসাহেব ফালকে পুরস্কার অর্জনের দাবিটি সঠিক নয়

দ্য কাশ্মীর ফাইলস দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার পেয়েছে যেটি দাদাসাহেব ফালকে পুরস্কার থেকে আলাদা।

By - Ummay Ammara Eva | 27 Feb 2023 7:41 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে পোস্ট করে বলা হচ্ছে, ভারতের চলচ্চিত্র দ্য কাশ্মীর ফাইলস চলচ্চিত্রটি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার দাদাসাহেব ফালকে অর্জন করেছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানেএখানেএখানেএখানেএখানেএখানে

গত ২১ ফেব্রুয়ারি 'Goutam Chakraborty' নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করে বলা হয়, 'দাদাসাহেব ফালকে পুরস্কার ২০২৩ এর সেরা ছায়াছবি "দ্য কাশ্মীর ফাইলস" Congratulations both team'। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। দ্য কাশ্মীর ফাইলস সিনেমাটি "দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার" নামের একটি পুরস্কার অর্জন করেছে। তবে, ওই পুরস্কারটি ভারতীয় সরকার প্রদত্ত চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার দাদাসাহেব ফালকে পুরস্কার থেকে আলাদা। মূলত, কাছাকাছি নাম হওয়ায় এ নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

দুই পুরস্কারে পার্থক্যটা কোথায়?

আলোচ্য পোস্টের সত্যতা যাচাই করতে হলে "দাদাসাহেব ফালকে পুরস্কার" এবং "দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার" এর মধ্যে পার্থক্য জানা দরকার। কি-ওয়ার্ড সার্চ করে জানা যায়, দাদাসাহেব ফালকে পুরস্কার ভারত সরকার চলচ্চিত্রের অবদানস্বরূপ প্রদান করা হয়। অন্যদিকে, দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার একটি ব্যক্তি উদ্যোগে প্রদান করা পুরস্কার যার বিচারক বোর্ডের প্রেসিডেন্ট হলেন দাদাসাহেব ফালকের নাতি। দাদাসাহেব ফালকে ছিলেন ভারতীয় চলচ্চিত্রের একজন প্রবাদপুরুষ যিনি ভারতে প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন।

দাদাসাহেব ফালকে পুরস্কার সম্পর্কে জানতে অনুসন্ধান চালিয়ে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে জানা যায়, ১৯৬৯ সাল থেকে উক্ত পুরস্কারটি চলচ্চিত্রজগতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদেরকে প্রদান করা হয়। ২০২০ সালের সর্বশেষ দাদাসাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত হন আশা পারেখ। স্ক্রিনশট দেখুন--


অন্যদিকে, "দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার" প্রদান করা হয় বেসরকারি প্রতিষ্ঠান থেকে। দাদাসাহেব ফালকে হিসেবে পরিচিত শ্রী ঢুন্ডিরাজ গোবিন্দ ফালকের স্মৃতি রক্ষার্থে ২০১২ সালে প্রতিষ্ঠিত হয় Dadasaheb Phalke International Film Festival (DPIFF) নামের প্রতিষ্ঠানটি। অনিল মিশ্র নামে এক ব্যক্তি প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর। স্ক্রিনশট দেখুন--


দ্য কাশ্মীর ফাইলসের পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী নিজের টুইটার একাউন্টে তার চলচ্চিত্রের দাদাসাহেব ফালকে পুরস্কার জেতার কথা জানালেও সেখানে যুক্ত করা ছবিতে দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারের ক্রেস্ট এবং পোস্টার দেখা যায়। টুইটার পোস্টটি দেখুন--

দ্য কাশ্মীর ফাইলস চলচ্চিত্রটির দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার দাবিটি ফেসবুকে ছড়িয়ে পড়লে সেটি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে বুমলাইভ।

সুতরাং, দ্য কাশ্মীর ফাইলস চলচ্চিত্রটি দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার নামে অন্য একটি পুরস্কার পেলেও চলচ্চিত্রটি দাদাসাহেব ফালকে পুরস্কার অর্জন করেছে দাবি করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories