HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ক্রিকেটার নাসিম শাহ বলিউড অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব দেননি

বুম বাংলাদেশ দেখেছে, পাকিস্তানি এই ক্রিকেটারের এক সংবাদ সম্মেলনের দুটি পৃথক অংশকে এডিট করে বিভ্রান্তিকর দাবি করা হচ্ছে।

By - Md Abdullah Khan | 15 April 2023 12:50 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও মূলধারার সংবাদমাধ্যমে পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহ বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন মর্মে একটি খবর প্রকাশ করা হচ্ছে। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

গত 8 এপ্রিল দেশীয় সংবাদমাধ্যম AmaderShomoy.Com -এর ফেসবুক পেজ থেকে খবরটি প্রকাশ করে শিরোনামে লেখা হয়েছে, "উর্বশীকে বিয়ের প্রস্তাব দিলেন পাকিস্তানি ক্রিকেটার"। স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের বরাতে খবরের বিস্তারিত অংশে লেখা হয়েছে, "এবার নাসীম যেন গণমাধ্যমের সামনেই বিয়ের প্রস্তাব দিলেন উর্বশীকে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে উর্বশীর ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলে নাসীম বললেন, ‘যদি আমি কোনও কথা বলি তোমরা সেটাকে ভাইরাল করবে। এটুকুই বলার যে, পাত্রী যদি তৈরি থাকে, আমি এখনই বিয়ে করতে রাজি আছি।’"

প্রায় একই তথ্য সহ খবরটি প্রকাশিত হয়েছে, মানবজমিন, যায়যায়দিন, চ্যানেল২৪, আজকের পত্রিকা, নিউজ২৪, বাংলাদেশ টুডেযুগান্তর, সময় টিভি, ভোরের কাগজ, সহ একাধিক সংবাদমাধ্যমে। 

ফ্যাক্টচেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, গণমাধ্যমে প্রকাশিত এই খবরটি সঠিক নয়।

বাংলাদেশি ও ভারতীয় কিছু সংবাদমাধ্যমে মূলত একটি ভিডিও ক্লিপের উপর ভিত্তি করে নাসিম শাহ উর্বশী রাউতেলাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন বলে সংবাদ প্রচার করা হচ্ছে। ভিডিওটি দেখুন এখানে। কিন্তু ক্রিকেটার নাসিম শাহের সংবাদ সম্মেলনের দুটি পৃথক অংশকে এডিট করে মূলত আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে। যেখানে নাসিম এ ধরণের কোনো প্রস্তাব দেননি।

কি-ওয়ার্ড ধরে সার্চ করার পর, 'Events & Happenings Sports' নামের একটি ইউটিউব চ্যানেলে 'When is Naseem Shah getting married?' ক্যাপশন সহ মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়, যা চলতি বছর ৮ ফেব্রুয়ারি পোস্ট করা হয়েছে। ভিডিওটি ভালো মত বিশ্লেষণ করলে দেখা যায় পাকিস্তান ক্রিকেটার নাসিম শাহ নিজের বিয়ে এবং বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা প্রসঙ্গে আলাদা আলাদা বক্তব্য রেখেছেন। বিয়ের প্রস্তাবের দাবিটিও সঠিক নয়।

Full View

মূলত শেভিং পণ্যের প্রতিষ্ঠান জিলেট-এর একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে নাসিম শাহ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। ইউটিউবের ভিডিওটি ২৯ সেকেন্ড থেকে ১ মিনিট ৯ সেকেন্ড অংশে এক সাংবাদিকের করা "কবে বিয়ে ও বউ নিয়ে আসবেন?" এমন প্রশ্নের জবাবে নাসিমকে বলতে শোনা যায়, "মূলত এই প্রশ্নটি আমার বাবাকে জিজ্ঞেস করা উচিত। কেননা বাবা যখন বলবেন বউ তৈরি আছে তখনই হবে। আমার দিক থেকে কোনো আপত্তি নেই৷" আবার ৫ মিনিট ২৫ সেকেন্ড থেকে এক সাংবাদিক মজাচ্ছলে নাসিমকে বলেন, বলিউড অভিনেত্রী উর্বশী কোনো মেসেজ দিতে অনুরোধ করলে? জবাবে নাসিম শাহকে হাসতে হাসতে বলতে শোনা যায়, "যদি কোনো মেসেজ দেই, আপনারা তো ভাইরাল করে দেবেন"।

অর্থাৎ নাসিম শাহ কোথাও বলিউড অভিনেত্রী উর্বশীকে বিয়ের প্রস্তাব দেননি। মূলত পৃথক দুটি উত্তরকে এডিট করে তৈরি ভিডিওর উপর ভিত্তি করে সংবাদ প্রচার করা হচ্ছে।

সুতরাং পাকিস্তান ক্রিকেটার নাসিম শাহের একটি সংবাদ সম্মেলনের দুটি ভিন্ন অংশকে কেটে এডিট করে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাকে বিয়ের প্রস্তাব দেয়ার বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হচ্ছে সংবাদমাধ্যমে।

Tags:

Related Stories