সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও আইডি থেকে দাবি করা হচ্ছে, চলমান বিদ্যুৎ সংকট মোকাবেলায় ওমান থেকে ৮৫ লক্ষ ৯২ হাজার ৮৯৫ মেট্রিক টন কয়লাসহ ৭৭ টি জাহাজ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গতকাল ৬ জুন 'Towsikor Rahman Nazrul' নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করে লেখা হয়েছে, "আলহামদুলিল্লাহ 💙 ওমান থেকে ৮৫ লক্ষ ৯২ হাজার ৮৯৫ মেট্রিক টন কয়লা সহ ৭৭ টি বিশাল জাহাজ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে। একজন নিরহংকারী মমতাময়ী প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা ই বার বার প্রমান করে তিনি দূর্যোগে, দুর্বিপাকে,সংকটে তিনি গনমানুষের চিন্তাই করেন। এটাই বঙ্গবন্ধু কন্যার দেশ ও জনতার প্রতি ভালবাসার প্রমান।" স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ দেখেছে, দাবিটি সঠিক নয়।
কি-ওয়ার্ড ধরে সার্চ করার পর, দেশীয় গণমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এ "Huge Omani coal imports for Payra plant not true" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়, যা ৬ জুন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে পায়রা পাওয়ার প্ল্যান্টের মালিকানার দায়িত্বে থাকা বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (পিভিটি) লিমিটেডের একজন প্লান্ট ম্যানেজারের বরাতে নিশ্চিত করা হয় ওমান থেকে কয়লা আনার দাবিটি সঠিক নয়। দেখুন--
আবার সার্চ করে দেখা যায়, মধ্যপ্রাচ্যের দেশ ওমান কয়লা রপ্তানি করে না। বরং তাদের প্রয়োজনীয় কয়লার পুরোটাই আমদানি করে থাকে বিভিন্ন রপ্তানিকারক দেশ থেকে। পরিসংখ্যানটি দেখুন এখানে।
সামাজিক মাধ্যমে ওমান থেকে কয়লা আসার দাবিটি ছড়িয়ে পড়লে, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের বরাতে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে তথ্যটি মিথ্যা বলে নিশ্চিত করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা আসবে ইন্দোনেশিয়া থেকে। যা আগামী ২৪ জুন পৌঁছাবে বিদ্যুৎ কেন্দ্রে।
অর্থাৎ চলমান বিদ্যুৎ সংকট মোকাবেলায় ওমান থেকে কয়লা নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে জাহাজ যাত্রা করার দাবিটি সঠিক নয়।
সুতরাং, ওমান থেকে কয়লা নিয়ে ৭৭ টি জাহাজের বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যটি ভিত্তিহীন।