সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, লন্ডনে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরকম একটি পোস্ট দেখুন এখানে।
গত ৫ মে 'রুমিন ফারহানা 2.0' নামে একটি ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, "লন্ডনে আওয়ামীলীগ বিএনপি সংঘর্ষ | লন্ডনে ১৪৪ ধারা জারি | ফেঁসে যাচ্ছে প্রধানমন্ত্রী | BNP | Mp Hasina"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
অর্থ্যাৎ পোস্টে দাবি করা হচ্ছে, লন্ডনে আওয়ামী লীগ-বিএনপিরে মধ্যে সংঘর্ষ হয়েছে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলেও লন্ডনে এরকম কোনো ঘটনা ঘটেনি।
কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক পত্রিকা সমকালের অনলাইন ভার্সনে গত ৫ মে 'লন্ডনে বিএনপি-জিয়া পরিষদের বিক্ষোভ সমাবেশ' শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের প্রতিবাদ জানিয়ে যুক্তরাজ্য বিএনপি, জিয়া পরিষদ, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য আগমনের আগ থেকেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মার্বেল আর্চ স্টেশন থেকে মিছিল নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হোটেল (ক্লারিজ) ঘেরাও করে রাখেন।" তবে, এসময়ে কোনো সংঘর্ষের ঘটনা ঘটার খবর গণমাধ্যমে পাওয়া যায়নি। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, দৈনিক পত্রিকা ইনকিলাবের অনলাইন ভার্সনে 'লন্ডনে বিএনপি জিয়া পরিষদের বিক্ষোভ সমাবেশ' শিরোনামে প্রকাশিত আরেকটি প্রতিবেদন থেকেও জানা যায় একই তথ্য। তবে বিভিন্ন কি-ওয়ার্ড ধরে সার্চ করেও লন্ডনে সম্প্রতি আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে কোনো সংঘর্ষের খবর খুঁজে পাওয়া যায়নি।
তবে, কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ভয়েস অব আমেরিকার বাংলাদেশ সংস্করণের ওয়েবসাইটে 'বিশ্বব্যাংকের সামনে আওয়ামী লীগ ও বিএনপি কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ' শিরোনামের একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত পহেলা মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাংকের সাথে সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে যোগদান করতে যুক্তরাষ্ট্রে অবস্থিত বিশ্বব্যাংকের সদরদপ্তরে গেলে সদরদপ্তরের সামনে বিএনপির সমর্থকেরা বিক্ষোভ শুরু করেন। পরে, সেখানে আওয়ামী লীগের সমর্থকেরাও জড়ো হলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে, লন্ডনে এরকম কোনো ঘটনা ঘটার খবর কোনো গণমাধ্যমে পাওয়া যায়নি।
সুতরাং লন্ডনে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ভুয়া খবর প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।