HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ছবিটি জাপানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সেতুর, বাংলাদেশের নয়

বুম বাংলাদেশ দেখেছে, ছবিটি ২০০৪ সালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জাপানের একটি সেতুর পিয়ারের।

By - Md Abdullah Khan | 14 March 2023 10:40 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ব্রিজের ক্ষতিগ্রস্ত পিয়ারের (pier) ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, ছবিটি বাংলাদেশের কোনো সেতুর। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ১ মার্চ "বিএনপি মানেই বাংলাদেশ' নামের একটি ফেসবুক আইডি থেকে ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, "হাসু বুবুর স্মার্ট বাংলাদেশ সাড়ে হাজার 😜উন্নয়নের চাপ নিতে একটু কষ্টই হচ্ছে,” স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি বাংলাদেশের নয় বরং জাপানের। যা ২০০৪ সালের ভূমিকম্পের পর ধারণ করা হয়েছিল।

রিভার্স ইমেজ সার্চ করার পর, 'blog.goo.ne.jp’ নামের একটি জাপানিজ ওয়েবসাইটে ছবিটি খুঁজে পাওয়া যায়। বিবরণ থেকে জানা যায়, ছবিটি Niigata Prefecture এলাকা থেকে ধারণ করা হয়েছিল ২০০৪ সালে চুয়েতসু ভূমিকম্পের পর। 


এই সূত্র ধরে সার্চ করলে, Earthquake Engineering Research Institute (EERI) সংস্থার ২০০৫ সালে প্রকাশিত জাপানের চুয়েতসু (Chuetsu) অঞ্চলে ২০০৪ সালের ভূমিকম্প সম্পর্কিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। সেখানেও ছবিটি ২০০৪ সালে ভূমিকম্পের সময় ক্ষতিগ্রস্ত জোয়েতসু শিনকানসেন ওয়ানাজু সেতুর (Joetsu Shinkansen Wanazu Bridge) বলে উল্লেখ করা হয়েছে।


পাশাপাশি, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, স্যান ডিয়েগো'র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি গবেষণা প্রতিবেদনেও ২০০৪ সালে ঘটা জাপানের ভূমিকম্পের একাধিক ছবি খুঁজে পাওয়া যায়। সেখানে আলোচ্য ক্ষতিগ্রস্ত সেতুর একাধিক ছবিও আছে। গবেষণা প্রতিবেদন থেকে জানা যায়, ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে জাপানের বেশ কিছু অঞ্চল ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। নিচে আলোচ্য ফেসবুক পোস্ট এবং ২০০৪ সালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জাপানের সেতুর তুলনা দেখুন-- 

আলোচ্য ফেসবুক পোস্টের ছবি (বামে) ও প্রতিবেদনে যুক্ত জাপানের সেতুর ছবি (ডানে)

অর্থাৎ ছবিটি বাংলাদেশের নয় বরং জাপানের একটি সেতুর।

সুতরাং জাপানের চুয়েতসু অঞ্চলের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি সেতুর পিয়ারের ছবিকে বাংলাদেশের দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories