সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি, গ্রুপ ও পেজ থেকে একটি সাক্ষাৎকারের ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, ভিডিওর ছেলেটি একজন বাংলাদেশি এবং এটি তার গুগলে চাকুরির ইন্টারভিউয়ের। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১৭ই মে 'Faisal Mahmud Adie' নামের একটি ফেসবুক আইডি থেকে ওই ভিডিওটি শেয়ার করে লেখা হয়, '১৩ বছর বয়সী নোয়াখালীর ১টি ছেলে আমেরিকার গুগল-এ চাকরী পেয়েছে, তার প্রতি মাসের বেতন ৬৬ লাখ। দেখে নিন তার ইন্টার্ভিউ...' পোস্টটির স্ক্রিনশট দেখুন---
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভাইরাল ভিডিওতে দেখানো ১৩ বছর বয়সী ছেলেটি আসলে বাংলাদেশি নয় বরং কানাডার নাগরিক তন্ময় পুনিত বক্সি। এছাড়া, ভিডিওটি সার্চ ইঞ্জিন গুগলের সাথে ওই কিশোরের ইন্টারভিউটির ছিল না বরং এটি ছিল বহুজাতিক টেকনোলজি করর্পোরেশন আইবিএমের সাথে একটি টেলিভিশন শো এর ভিডিও।
কি-ওয়ার্ড সার্চ করে সামাজিক মাধ্যম ফেসবুকে ও টুইটারে 'Tanmay Bakshi' নামে একাউন্ট খুঁজে পাওয়া যায় যেগুলো ভিডিওর কিশোরের পরিচালিত আইডি। Linkedin -এও খুঁজে পাওয়া যায় তার একাউন্ট। একাউন্টগুলো থেকে থেকে জানা যায়, তন্ময় নামের ওই কিশোর কানাডার অন্টারিওর বাসিন্দা। তিনি বর্তমানে বিখ্যাত টেকনোলজি প্রতিষ্ঠান আইবিএমের 'Application Architect' অর্থ্যাৎ, সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্টে কাজ করেন। তিনি পেশায় একজন সফটওয়ার ডেভেলপার, ইউটিউবার এবং লেখক। তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ। ওই চ্যানেলে তিনি মূলত সফটওয়ার ডেভেলপমেন্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কোডিংয়ের উপরে ভিডিও আপলোড করেন। তন্ময়ের টুইটার একাউন্টের স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে তন্ময়ের টুইটার একাউন্টে গিয়ে দেখা যায়, তন্ময়ের গুগলে চাকরি পাওয়ার খবরটি ভাইরাল হওয়ার পরে ২০১৭ সালের ২ সেপ্টেম্বর তন্ময় একটি টুইটারে জানান যে, তিনি গুগলের সাথে কাজ করছেন না। পোস্টটি দেখুন--
তন্ময়ের আরেকটি পোস্টে ফেসবুকে ভাইরাল ভিডিওটির একটি স্থিরচিত্র পোস্ট করতে দেখা যায়, যেখানে তিনি ক্যাপশনে লিখেছেন যে, ওই ইন্টারভিউটি ছিল বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম ওয়াটসনের 'The AM Show' নামে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত একটি Grand Challange-এ অংশগ্রহণের। আইবিএম ওয়াটসন মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence নিয়ে কাজ করে। পোস্টটি দেখুন--
এর সুত্র ধরে সার্চ করে যুক্তরাষ্ট্র ভিত্তিক ভিডিও শেয়ারিং ওয়েবসাইট 'vimeo' তে হুবহু আলোচ্য ভিডিওটি খুঁজে পেয়েছে বুম বাংলাদেশ। 'Tanmay on The AM Show - New Zealand' শিরোনামে চার বছর আগে প্রকাশিত ওই ভিডিওটির বর্ণনায় বলা হয়েছে, ২০১৭ সালের আগস্ট মাসে তন্ময় বক্সি নিউজিল্যান্ড ভ্রমণের সময় এক আমন্ত্রণে 'The AM Show' তে অংশগ্রহণ করে। ওই শোতে কৃত্তিম বুদ্ধিমত্তা ও আইবিএম ওয়াটসন সহ বিভিন্ন বিষয়ে তন্ময় তারা কথা বলেন। দেখুন স্ক্রিনশট--
আরো সার্চ করে অনলাইন ভিত্তিক বিভিন্ন কোর্স ও শিক্ষা কার্যক্রম পরিচালনাকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান 'Coursera'-তে উল্লেখ করা তন্ময়ের একটি বায়ো খুঁজে পাওয়া গেছে। সেখানে তাঁর পরিচয় হিসেবে স্পষ্টভাবেই কানাডিয়ান উল্লেখ করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--
এদিকে তন্ময় বক্সির পরিচয় এবং ভিডিওটির ব্যাপারে আরো নিশ্চিত হওয়ার জন্য তাঁর ফেসবুক একাউন্টের মেসেঞ্জারে তাঁকে বার্তা পাঠানো হয়েছে। প্রতিবেদনটি প্রকাশ হওয়ার আগ পর্যন্ত তাঁর কাছ থেকে প্রত্যুত্তর পাওয়া যায়নি। তন্ময়ের কাছ থেকে জবাব পাওয়ার সাথে সাথেই প্রতিবেদনটি আপডেট করে দেয়া হবে।
অর্থ্যাৎ কানাডীয় কিশোর তন্ময় বক্সির নিউজিল্যান্ডের একটি টেলিভিশন শোতে অংশগ্রহণ করার ভিডিওকে বাংলাদেশের নোয়াখালীর একটি ছেলের গুগলে চাকরি পাওয়ার ইন্টারভিউ হিসেবে প্রচার করা হচ্ছে।
সুতরাং কানাডার কিশোরকে বাংলাদেশি দাবি করা এবং একটি টক শো-র ভিডিওকে গুগলে চাকরির ইন্টারভিউ হিসেবে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।