সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্ট করে বলা হচ্ছে শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগের দল 'ডাম্বুলা থান্ডার্স' এর হয়ে খেলার জন্য দলটির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২০ এপ্রিল 'Sports Club' নামের ফেসবুক পেজ থেকে এ সংক্রান্ত একটি পোস্ট করে লেখা হয়, "আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগে ডাম্বুলা থান্ডার্সের হয়ে খেলবেন তামিম ইকবাল"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। লঙ্কা প্রিমিয়ার লিগের দল ডাম্বুলা থান্ডার্সের সাথে চুক্তিবদ্ধ হওয়ার খবরটিকে তামিম ইকবালের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্ট করে 'গুজব' বলে অভিহিত করা হয়েছে। এছাড়া তথ্যটি সত্য নয় বলে তামিমের ম্যানেজার বুম বাংলাদেশকে নিশ্চিত করেছেন।
বিষয়টি নিয়ে কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে বেসরকারি টেলিভিশন চ্যানেল 'সময় টেলিভিশন' এর অনলাইন সংস্করণে গত ২২ এপ্রিল "গুজব ছড়ানো বন্ধ করতে বললেন তামিম" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, ডাম্বুলা থান্ডার্স দলে যোগ দেয়ার খবর ডাম্বুলা থান্ডার্স নামে একটি ফেসবুক পেজ থেকে প্রচার করা হলে সেই পোস্টের কমেন্টস সেকশনে গিয়ে মিথ্যা সংবাদ প্রচার না করার অনুরোধ জানান তামিম। তামিম লেখেন, গুজব ছড়ানো বন্ধ করুন। এটা সত্য নয় (সংক্ষেপিত)। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
পরবর্তীতে সার্চ করে দেখা যায় গত ২০ এপ্রিল খোলা 'ডাম্বুলা থান্ডার্স' নামের একটি পেজ থেকে পোস্টটি করা হলেও সেটি পরবর্তীতে ডিলিট করে দেওয়া হয়েছে। ফলে তামিমের ভেরিফায়েড পেজ থেকে করা কমেন্টটিও এখন আর পাওয়া যাচ্ছেনা। তবে ফেসবুকের একটি পোস্টের কমেন্টে আলোচ্য পোস্টটি এবং তামিমের কমেন্টের একটি স্ক্রিনশট পাওয়া গেছে। দেখুন--
এছাড়া বুম বাংলাদেশের পক্ষ থেকে তামিমের মিডিয়া ম্যানেজার এর কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনিও 'তথ্যটি সত্য নয় বলে' বুম বাংলাদেশকে জানিয়েছেন।
অর্থাৎ তামিমের সাথে ডাম্বুলা থান্ডার্সের সাথে দলটির হয়ে খেলার জন্য এখনও কোনো চুক্তি হয়নি।
উল্লেখ্য গত ৩ দিন আগে (২০ এপ্রিল) ডাম্বুলা থান্ডার্সের নামে দুটি ফেসবুক পেজ খোলা হয়েছে। উভয় ফেসবুক পেজ থেকেই আলোচ্য তথ্যটি প্রচার করা হলেও তামিমের ভেরিফাইড পেজ থেকে কমেন্ট করা পেজের পোস্টটি ডিলিট করা হয়েছে। তবে অন্য পেজটিতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভুয়া তথ্য তথ্য সম্বলিত পোস্টটি ডিলিট করা হয়নি। এছাড়াও পেজ দুইটির কোনোটি ডাম্বুলা থান্ডার্সের অফিশিয়াল পেজ কিনা তা যাচাই করে দেখেনি বুম বাংলাদেশ।
সুতরাং সামাজিক মাধ্যমে লঙ্কা প্রিমিয়ার লিগের দল ডাম্বুলা থান্ডার্সের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন তামিম মর্মে যে তথ্য প্রচার করা হচ্ছে; তা বিভ্রান্তিকর।