সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে সদ্য চালু হওয়া সিলেট বাস টার্মিনালের ছবি ও ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, বাস টার্মিনালটি এশিয়ার বৃহত্তম বাস টার্মিনাল। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৬ মার্চ 'Juned Bin Forid' নামে একটি আইডি থেকে একটি ছবি পোস্ট করে বলা হয়, "এশিয়ার সর্ব বৃহত্তম আধুনিক বাস টার্মিনাল আজ প্রিয় নগরী সিলেট বাস টার্মিনালে কিছু সময় বলতেই হয় "দুটি পাতা একটি কুড়ি" শহর সিলেট শহর।" ফেসবুক পোস্টটি দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। বাংলাদেশের কোনো বাস টার্মিনাল নয় বরং কাতারের লুসাইল বাস টার্মিনালটি এশিয়ার বৃহত্তম বাস টার্মিনাল।
কি-ওয়ার্ড সার্চ করে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম গালফ নিউজের ওয়েবসাইটে 'World's largest electric bus depot opens in Lusail' শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, কাতারের দোহাতে সদ্য উন্মুক্ত হওয়া লুসাইল বাস টার্মিনালটি বিশ্বের বৃহত্তম বাস টার্মিনাল হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অন্তর্ভুক্ত হয়েছে। স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে কাতারভিত্তিক গণমাধ্যম দ্য পেনিনসুলা এর ওয়েবসাইটে 'Eco-friendly electric bus depot opens in Lusail' শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, কাতারের লুসাইল শহরে ৪ লক্ষ স্কয়ার ফিটের ওই বৈদ্যুতিক বাস টার্মিনালটি তৈরি করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--
এদিকে, বিশ্বের রেকর্ড সংরক্ষণকারী প্রতিষ্ঠান গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে গিয়ে 'Largest electric bus depot' শিরোনামে একটি রেকর্ড খুঁজে পাওয়া যায়। ওই রেকর্ড থেকে জানা যায়, ৪ লক্ষ স্কয়ার মিটার আকার এবং ৪৭৮টি বাসের ধারণক্ষমতাবিশিষ্ট লুসাইল বাস ডিপো বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক বাস টার্মিনাল। তবে, গিনেস ওয়ার্ড রেকর্ডসের অন্তর্ভুক্ত হওয়ার পরে টার্মিনালটির বাস ধারনক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--
বিশ্বের বৃহত্তম বাস টার্মিনালের মালিক কাতার এশিয়া মহাদেশে অবস্থিত হওয়ার ফলে যৌক্তিকভাবেই এটি এশিয়া মহাদেশেরও বৃহত্তম বাস টার্মিনাল। এছাড়াও, কি-ওয়ার্ড সার্চ এবং যাবতীয় বিশ্লেষণে দেখা গেছে, লুসাইল বাস টার্মিনালই আকৃতিতে এশিয়ার বৃহত্তম বাস টার্মিনাল।
এদিকে, গত ফেব্রুয়ারিতে চালু হওয়া সিলেট বাস টার্মিনালের আকার প্রায় সাড়ে ৩২ হাজার স্কয়ার মিটার। তাই, সিলেট বাস টার্মিনালের এশিয়ার বৃহত্তম হওয়ার সুযোগ নেই।
সুতরাং সিলেট বাস টার্মিনালকে ভুলভাবে এশিয়ার বৃহত্তম বাস টার্মিনাল বলে দাবি করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।