সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে একটি উক্তি শেয়ার করে দাবি করা হচ্ছে, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশি অধ্যাপক ও অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য এটি। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ২৪ ফেব্রুয়ারি "Estiak Khan" নামের একটি ফেসবুক আইডি থেকে গ্রাফিক পোস্ট করা হয়েছে যাতে লেখা, "অতি জরুরী হয়ে দাঁড়িয়েছে এখন দেশের গনতন্ত্র প্রতিষ্ঠা করা; অন্যথায় অচিরেই নষ্ট হয়ে যাবে দেশের যুব সমাজ এবং বাংলাদেশ ভারতের রাজ্যে পরিণত হবে। এখন আমাদের প্রয়োজন দলবল নির্বিশেষে গনতন্ত্র পূণ উদ্ধারের আন্দোলনে ঝাপিয়ে পরা। অনির্বাচিত অবৈধ সরকারের বিদায়ের ঘন্টা বাজিয়ে-মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা”। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ড. মুহাম্মদ ইউনূস এধরণের কোনো বক্তব্য দেননি।
প্রথমত
বাংলাদেশের মূলধারার গণমাধ্যম এবং ড. মুহাম্মদ ইউনূসের অফিসিয়াল ফেসবুক পেজ ও টুইটারে এমন কোনো বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি। ড. মুহাম্মদ ইউনূসের মত গুরুত্বপূর্ণ ব্যক্তি এমন কোনো মন্তব্য করলে তা স্বাভাবিকভাবেই সংবাদমাধ্যম বা অফিশিয়াল সামাজিক মাধ্যমে প্রকাশিত হবার কথা।
দ্বিতীয়ত
ইউনূস সেন্টারের অফিসিয়াল ফেসবুক পেজে বক্তব্যটিকে ভিত্তিহীন বলে নিশ্চিত করা হয়েছে। ফেসবুক পোস্টে আলোচ্য ছবিটি যুক্ত করে ইউনূস সেন্টারের পক্ষ থেকে লেখা হয়েছে, "নিম্নে উল্লেখিত উদ্ধৃতিটি যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা এবং বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে প্রচারিত।"
এছাড়া বুম বাংলাদেশের পক্ষ থেকে ইউনূস সেন্টারের সাথে যোগাযোগ করা হলে তারা এ ধরণের কোনো বক্তব্য ড. মুহাম্মদ ইউনূস দেননি বলে নিশ্চিত করেন।
সুতরাং শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশি অধ্যাপক ও অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নামে বানোয়াট উক্তি প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে।