সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে বলা হচ্ছে, আধুনিক মালয়েশিয়ার জনক ও সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ মারা গেছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ১৩ নভেম্বর ‘Robiul Islam Tipu’ নামের একটি অ্যাকাউন্ট থেকে এ সংক্রান্ত একটি তথ্য পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, “আধুনিক মালয়েশিয়ার জনক বাংলাদেশের অকৃত্রিম বন্ধু মাহাথির মোহাম্মদ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ প্রিয় বিশ্ব নেতাকে জান্নাতের সুউচ্চ স্তর দান করুন, আমিন।” পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ মারা যাননি বরং সম্প্রতি মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী দাইম জয়নুদ্দিন মারা গেছেন।
বিষয়টি নিয়ে কি-ওয়ার্ড সার্চ করে মালয়েশিয়ার সংবাদমাধ্যম ‘মালয় মেইল’-এ গত ১৩ নভেম্বর “Daim Zainuddin dies at 86” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, সাবেক অর্থমন্ত্রী তুন দাইম জয়নুদ্দিন (পুরো নাম চে আব্দুল দাইম জয়নুদ্দিন) ১৩ নভেম্বর সকাল ৮:২১ টায় ৮৬ বছর বয়সে মারা গেছেন। জাতীয় বার্তা সংস্থা বার্নামা জানিয়েছে, তার আইনজীবী দাতুক গুরদিয়াল সিং নিজার তার মৃত্যুর বিষয়টি প্রথম নিশ্চিত করেছেন (অনূদিত ও সংক্ষেপিত)। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
পাশাপাশি, বাংলায় সংশ্লিষ্ট কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে দৈনিক সংবাদপত্র ‘মানবজমিন’-এর অনলাইন সংস্করণে ১৪ নভেম্বর “মাহাথির নয়, মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী ডিয়াম মারা গেছেন” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, মাহাথির মোহাম্মদ নয় মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী দিয়াম মারা গেছেন। দিয়ামের বাড়িতে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী এবং আধুনিক মালয়েশিয়ার রূপকার তুন ড. মাহাথির মোহাম্মদ ও তার স্ত্রী তুন ড. হাসমাহ মোহাম্মদ আলি সহ আরো অনেকে। গতকাল দুপুর ১২.৪৮ টার দিকে এসে প্রায় আধা ঘণ্টা সেখানে ছিলেন ড. মাহাথির (সংক্ষেপিত)। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
গত ১৩ নভেম্বর দিয়ামের বাড়িতে শেষ শ্রদ্ধা জানাতে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী এবং আধুনিক মালয়েশিয়ার রূপকার ড. মাহাথির মোহাম্মদ এর উপস্থিত হওয়ার তথ্য পাওয়া গেছে মালয়েশিয়ার মূলধারার সংবাদমাধ্যম 'The Star' এর অনলাইনে প্রকাশিত প্রতিবেদনেও।
এদিকে অনলাইন সংবাদমাধ্যম 'জাগোনিউজ ২৪' -এ গত ১৪ নভেম্বর "সোশ্যাল মিডিয়ায় মাহাথির মোহাম্মদের মৃত্যুর গুজব" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও আধুনিক মালয়েশিয়ার স্থপতি ডা. মাহাথির বিন মোহাম্মদের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়া ফেসবুকে এ বিষয়ে একাধিক পোস্ট লক্ষ্য করা যায়। এর আগেও ২০২২ সালের ২৫ জানুয়ারি মালয়েশিয়ার জনপ্রিয় নেতা ড. মাহাথির মোহাম্মদের মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।
অর্থাৎ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও আধুনিক মালয়েশিয়ার স্থপতি ডা. মাহাথির বিন মোহাম্মদ মারা যাননি।
সুতরাং সামাজিক মাধ্যমে 'মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও আধুনিক মালয়েশিয়ার স্থপতি ডা. মাহাথির বিন মোহাম্মদ মারা গেছেন' মর্মে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।