HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

সজীব ওয়াজেদ জয়ের অধ্যাপক হওয়ার খবরটি গুজব

বুম বাংলাদেশ দেখেছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ‘হাইটেক এন্ড টেকনোলজি’ নামে কোনো বিভাগই নেই।

By - Mamun Abdullah | 1 Oct 2023 10:21 AM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক আইডি এবং পেজ থেকে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ইউনিভার্সিটির ‘হাইটেক এন্ড টেকনোলজি বিভাগে’র অধ্যাপক হিসেবে যোগদান করেছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে। 

৩০ সেপ্টেম্বর 'Bangladesh Awami League - Dhaka City' নামের একটি পেজ থেকে পোস্ট করে তার ক্যাপশনে বলা হয়, "অভিনন্দন সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের হাইটেক এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক হিসেবে যোগদান করলেন।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন---


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। মূলত, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে 'হাইটেক এন্ড টেকনোলজি' নামে কোনো বিভাগের অস্তিত্ব নেই। এছাড়া আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও এই দাবিটি গুজব বলে জানানো হয়েছে।

কি-ওয়ার্ড সার্চ করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে এ ধরণের কোনো একাডেমিক প্রোগ্রাম, বিভাগ বা ইনস্টিটিউট খুঁজে পাওয়া যায়নি। স্ক্রিনশট দেখুন--


এদিকে, কি-ওয়ার্ড সার্চ করে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে সজীব ওয়াজেদ জয়ের অধ্যাপক হিসেবে যোগদানের ব্যাপারে গণমাধ্যমে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। তবে, এই খবরটি গুজব বলে একাধিক গণমাধ্যমে প্রতিবেদন খুঁজে পাওয়া গেছে। "জয়ের অধ্যাপক হওয়ার খবর গুজব" শিরোনামে কালবেলা পত্রিকার অনলাইন ভার্সনে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, "সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কথা বলে শনিবার রাতে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট করে মোহাম্মদ এ আরাফাত জানান, প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের হাইটেক অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক হিসেবে যোগদান করেছেন- এ ধরনের একটি সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। খবরটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ ধরনের মিথ্যা ও বানোয়াট খবরে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো যাচ্ছে।" স্ক্রিনশট দেখুন--


এছাড়াও, সজীব ওয়াজেদ জয়কে নিয়ে গুজব প্রচারে বিরত থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ Bangladesh Awami League-এ বলা হয়েছে, "বিএনপি গুজব সেল সুকৌশলে সজীব ওয়াজেদ জয়কে বিতর্কিত করতেই এমন গুজব ছড়িয়েছে।" নিচে ফেসবুক পোস্টটি দেখুন--

Full View

অর্থাৎ নিউইয়র্ক ইউনিভার্সিটিতে সজীব ওয়াজেদ জয়ের অধ্যাপক হিসেবে যোগদানের বিষয়টি সঠিক নয়।

সুতরাং সজীব ওয়াজেদ জয় নিউইয়র্ক ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসেবে যোগদান করেছেন এমন ভিত্তিহীন খবর ফেসবুকে প্রচার হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories