সামাজিক মাধ্যম ফেসবুকের একটি পেজ থেকে টেলিভিশন সংবাদের আদলে তৈরি একটি ভিডিও শেয়ার করে, বিএনপি পুলিশ লড়াই, ৬০ সেনা সদস্য নিহত ও ৫ শতাধিক লাশের খবর দেয়া হচ্ছে। এরকম একটি পোস্ট দেখুন এখানে।
গত ২০ নভেম্বর ’NRTV’ নামে একটি ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে বলা হয়, "বিএনপি-পুলিশের লড়াই। ৬০ সেনা নিহত। ৫ শতাধিক লাশ"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ভিডিওটির এই বর্ণনায় স্বাভাবিকভাবে মনে হচ্ছে, বিএনপি পুলিশ সংঘর্ষের ফলে ৬০ সেনা সদস্য নিহত ও ৫ শতাধিক লাশের ঘটনা ঘটেছে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টে ভিডিওটির ক্যাপশন বিভ্রান্তিকর। ক্যাপশনে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ফলে ৬০ সেনা নিহত ও ৫ শতাধিক লাশের তথ্য দেয়া হলেও ভিডিওটির বিস্তারিত অংশে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, আর ইউক্রেনের হামলায় রাশিয়ার ৬০ সেনা সদস্য নিহত হয়েছেন এবং করোনায় বিশ্বব্যাপী ৫ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। অর্থাৎ ঘটনাগুলো ভিন্ন ভিন্ন।
পোস্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সংযুক্ত ভিডিওটি টেলিভিশন সংবাদরূপে তৈরি করা। ভিডিওটির ১ মিনিট থেকে ১ মিনিট ৩ সেকেন্ডে শিরোনাম হিসেবে বলা হয়, 'ইউক্রেনের হামলায় ৬০ রুশ সেনা নিহত'। পরে ৬ মিনিট ৫০ সেকেন্ড থেকে ৭ মিনিট ১০ সেকেন্ডে বলা হয়, "খেরসনে ইউক্রেনীয় বাহিনীর দূরপাল্লার আর্টিলারি হামলায় রাশিয়ার অন্তত ৬০ জন সেনা নিহত হয়েছেন। চলতি সপ্তাহে এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। শনিবার আল-জাজিরার খবরে বলা হয়েছে, এ নিয়ে চার দিনের মাথায় দ্বিতীয়বারের মতো এক হামলায় বহুসংখ্যক রুশ সেনা হতাহতের দাবি করল ইউক্রেন।" অনুসন্ধানে দৈনিক যুগান্তরের ওয়েবসাইটে গত ২০ নভেম্বর "ইউক্রেনের হামলায় ৬০ রুশ সেনা নিহত" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে আলোচ্য ভিডিওটির বক্তব্য হুবহু খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন---
এদিকে ৩০ সেকেন্ডে শিরোনাম হিসেবে বলা হয়, "পুলিশের সঙ্গে সংঘর্ষ বিএনপির ১৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা"। বিস্তারিত অংশে ৩ মিনিট ২৫ সেকেন্ড থেকে বলা হয়, "ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৭ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার ২০ নভেম্বর দিনগতরাতে বাঞ্ছারামপুর মডেল থানার উপপরিদর্শক আফজাল হোসেন বাদি হয়ে মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেন নবীনগর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম...."। তবে ভিডিওর কোথাও ন্ত্প লিশের সাথে সংঘর্ষে পুরো ভিডিওটিতে ৫ শতাধিক লাশ সংক্রান্ত কোন সংবাদ বা তথ্যই উপস্থাপন করা হয়নি। কি ওয়ার্ড সার্চ করে এই খবরটিও "বাঞ্ছারামপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষ বিএনপির ১৭ নেতা-কর্মীর নামে মামলা, গ্রেপ্তার ২" শিরোনামে গত ২০ নভেম্বর প্রকাশিত দ্যা ডেইলি স্টারে পাওয়া গেছে। দেখুন--
এছাড়া, ভিডিওটিতে করোনায় বিশ্বব্যাপী ৫শ' ৪২ জনের মৃত্যুর খবর দেয়া হয়েছে।
সুতরাং ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, ইউক্রেনের হামলায় রাশিয়ার ৬০ সেনা নিহত হওয়া ও করোনায় বিশ্বব্যাপী ৫ শতাধিক মানুষের মৃত্যুর খবরকে চটকদার শিরোনামে এভাবে উল্লেখ করা হয়েছে, যা বিভ্রান্তিকর।