সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক অ্যাকাউন্ট ও পেজ থেকে একটি ফটোকার্ড পোস্ট করে দাবি করা হচ্ছে, দেশীয় সংবাদমাধ্যম 'কালবেলা' এর পক্ষ থেকে "বোরকা পড়ে ঢাকা ছাড়লেন তিন সমন্বয়ক" শিরোনামে একটি সংবাদের ফটোকার্ড প্রচার করা হচ্ছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, ও এখানে।
আজ ৪ আগস্ট 'Zahid Hasan' নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফটোকার্ডটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, "মর্দা আপারা বোরকা পরে পালাচ্ছে…"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয় এবং ফটোকার্ডটি সম্পাদিত। সংবাদমাধ্যম 'কালবেলা' এর পক্ষ থেকে ওই ফটোকার্ডটি তাদের তৈরি করা নয় বলে গণমাধ্যমটি নিজেদের ভেরিফাইড পেজে নিশ্চিত করেছে।
দাবি অনুযায়ী ফেসবুক সংবাদমাধ্যম 'কালবেলা' এর একটি পেজে সার্চ করে এ সংক্রান্ত একটি ভিডিও প্রতিবেদন যুক্ত পোস্ট খুঁজে পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, এরকম কোনো ফটোকার্ড কালবেলা প্রকাশ করেনি। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও দৈনিক কালবেলার অনলাইন সংস্করণে ৪ আগস্ট "কালবেলার নামে তিন সমন্বয়ক পলাতক নিয়ে ভুয়া খবর" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সম্প্রতি দেশে চলমান আন্দোলনকে কেন্দ্র করে ফটোকার্ড এডিট করে গুজব ছড়ানো হচ্ছে। যে কার্ডে বলা হচ্ছে 'বোরকা পড়ে ঢাকা ছাড়লেন তিন সমন্বয়ক', মূলত এটি একটি ভুয়া ফটো কার্ড। কালবেলা এ ধরনের কোনো নিউজ বা ফটো কার্ড করেনি। প্রতিবেদনের স্ক্রিনশত দেখুন-
অর্থাৎ আলোচ্য ফটোকার্ডটি দৈনিক কালবেলার ফটোকার্ড ফরম্যাট ব্যবহার করে সম্পাদনার মাধ্যমে তৈরি করা হয়েছে।
এছাড়াও বিভিন্ন পদ্ধতিতে সার্চ করে তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও আবু বাকের মজুমদারকে নিয়ে প্রচারিত আলোচ্য দাবির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যমে দৈনিক কালবেলার ফটোকার্ডকে বিকৃত করে ভুয়া খবর প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।