সামাজিক মাধ্যম ফেসবুকে অনলাইন সংবাদ মাধ্যম 'সময়ের কন্ঠস্বর' এর একটি ফটোকার্ড পোস্ট করা হচ্ছে যেখানে লেখা রয়েছে, "ঢাকা থেকে পালিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর হাতে বন্দি হাসনাত আব্দুল্লাহ"। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ১৫ সেপ্টেম্বর ‘Md Jamal page’ নামের একটি পেজ থেকে ফটোকার্ডটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, "বাংলাদেশ সেনাবাহিনীর কাছে পালিয়ে যাওয়ার ফতে ছাত্রনেতা আটক হায়রে ছাত্র আর কয়দিন থাকবা সময় খুব নিকটে চলে আসছে"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয় এবং ফটোকার্ডটিও সম্পাদিত। অনলাইন সংবাদ মাধ্যম 'সময়ের কন্ঠস্বর' এর ফটোকার্ড ফরম্যাট সম্পাদনা করে ভুয়া তথ্য জুড়ে দিয়ে এটি তৈরি করা হয়েছে।
ফটোকার্ডে উল্লিখিত তারিখ অনুযায়ী অনলাইন সংবাদ মাধ্যম 'সময়ের কন্ঠস্বর' এর ভেরিফাইড ফেসবুক পেজে সার্চ করে গত ১২ সেপ্টেম্বর 'কক্সবাজারে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর স্মার্টফোন চুরি' উল্লেখ করে প্রচারিত মূল ফটোকার্ডটি পাওয়া যায়। আলোচ্য ফটোকার্ড (বামে) ও 'সময়ের কন্ঠস্বর' এর ভেরিফাইড ফেসবুক পেজে পাওয়া মূল ফটোকার্ড (ডানে) এর পাশাপাশি তুলনা দেখুন--
অর্থাৎ, 'সময়ের কন্ঠস্বর' এর ভেরিফাইড ফেসবুক পেজে গত ১২ সেপ্টেম্বর 'কক্সবাজারে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর স্মার্টফোন চুরি' শিরোনামে প্রকাশিত ফটোকার্ড সম্পাদনা করে আলোচ্য ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
তবে সার্চ করে দাবি অনুযায়ী ''ঢাকা থেকে পালিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর হাতে বন্দি হাসনাত আব্দুল্লাহ" শিরোনামের কোনো ফটোকার্ড 'সময়ের কন্ঠস্বর' এর ফেসবুক পেজে পাওয়া যায়নি। এছাড়াও সার্চ করে 'সময়ের কন্ঠস্বর' এর সহ কোনো গণমাধ্যমেই আলোচ্য দাবি সংক্রান্ত কোনো খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে ‘দৈনিক যুগান্তর’-এর অনলাইন সংস্করণে গত ১৫ সেপ্টেম্বর "আমরা চাই আমাদের গাইড করেন: সমন্বয়ক হাসনাত" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
এতে উল্লেখ করা হয়, রোববার (১৫ সেপ্টেম্বর) ধানমন্ডি টিআইবির কার্যালয়ে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস-২০২৪ উপলক্ষ্যে টিআইবির আয়োজনে 'নতুন বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন: তরুণদের প্রত্যাশা' শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ গ্রেফতার হননি বরং তাকে গতকাল (১৫ সেপ্টেম্বর) ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আলোচনা অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেছে।
সুতরাং সামাজিক মাধ্যমে 'সময়ের কন্ঠস্বর' এর ফেসবুক পেজে প্রকাশিত একটি ফটোকার্ডকে বিকৃত করে ভুয়া তথ্য যুক্ত করে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।