সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে পোস্ট করে বলা হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব তুলে নিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম। এরকম দুটি পোস্ট দেখুন এখানে ও এখানে।
গত ৮ নভেম্বর 'SportsLive24' নামে একটি ফেসবুক পেজে অখ্যাত একটি অনলাইন পোর্টালের লিংক শেয়ার করে লেখা হয়, "দলের এই দুঃসময়ে পুরো বাংলাদেশ টিমকে পাল্টে দিতে সাকিব-তাসকিনদের নতুন কোচ হিসেবে নিজেই দ্বায়িত্ব তুলে নিলেন ওয়াসিম আকরাম"। খবরটিও প্রকাশ করা হয় হুবহু একই শিরোনামে। ফেসবুক পোস্টটি দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আকরামের বাংলাদেশ ক্রিকেট দলের কোচের দায়িত্ব নেওয়ার খবরটি সঠিক নয়। বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান কোচ হিসেবে কাজ করছেন দক্ষিণ আফ্রিকান রাসেল ডমিঙ্গো, যিনি ২০১৯ সালে এ দায়িত্বে নিযুক্ত হন।
আলোচ্য পোস্টে যুক্ত থাকা লিংকে ঢুকে 'NRBD' নামে একটি অখ্যাত পোর্টালে 'দলের এই দুঃসময়ে পুরো বাংলাদেশ টিমকে পাল্টে দিতে সাকিব-তাসকিনদের নতুন কোচ হিসেবে নিজেই দ্বায়িত্ব তুলে নিলেন ওয়াসিম আকরাম' শিরোনামে প্রতিবেদনটি পাওয়া যায়। যেখানে দেখা যায়, খবরের শিরোনামের সাথে এর বিষয়বস্তুর কোনো মিল নেই। বরং ওই প্রতিবেদনে গত নভেম্বর মাসে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হারের পর বাংলাদেশ ক্রিকেট দলের সম্পর্কে ওয়াসিম আকরামের মন্তব্যের বরাতে বলা হয়, ''নিজেদের ঘাড়েই দো'ষ নিতে হবে বাংলাদেশকে। এটা করা তাদের উচিত। আমি যদি বাংলাদেশ দলের অধিনায়ক বা কোচ হতাম, তাহলে আমি এই ছেলেদের মনোবিজ্ঞানীর কাছে নিয়ে যেতাম।'' অর্থ্যাৎ কোচ হিসেবে যেটা করণীয় হতো বলে তিনি মনে করেন, সেটাই তিনি বলেছিলেন। উক্ত প্রতিবেদনে ওয়াসিম আকরাম বাংলাদেশের ক্রিকেট দলের কোচের দায়িত্ব নেয়া সংক্রান্ত কোনো তথ্য দেয়া হয়নি। স্ক্রিনশট দেখুন--
কি-ওয়ার্ড সার্চ করে cricfrenzy.com নামের একটি নিউজ পোর্টালে গত ৭ নভেম্বর "কোচ হলে সাকিবদের মনোবিদ দেখাতেন আকরাম" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই খবরটিই হুবহু কপি করে চটকদার শিরোনাম দিয়ে আলোচ্য খবরটি প্রকাশ করা হয়েছে। আলোচ্য খবরের বিস্তারিত অংশের স্ক্রিনশট (বামে) ও cricfrenzy.com এর খবরটির স্ক্রিনশটের (ডানে) পাশাপাশি তুলনা দেখুন--
এদিকে, কি-ওয়ার্ড সার্চ করে 'A Sports' নামে একটি ইউটিউব চ্যানেলে ওয়াসিম আকরামের করা ওই মন্তব্য খুঁজে পাওয়া যায়। ইউটিউব ভিডিওটির ৪০ সেকেন্ড থেকে শুরু করে ভিডিওটির বাকি সময় অর্থ্যাৎ প্রায় ২ মিনিট ১০ সেকেন্ড পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাপারে ওই মন্তব্য করেন তিনি। ইউটিউব ভিডিওটি দেখুন--
ওয়াসিম আকরামের করা ওই মন্তব্য নিয়ে সংবাদ প্রতিবেদন করতে দেখা গেছে মূলধারার পত্রিকাতেও।
অন্যদিকে, বাংলাদেশ ক্রিকেট দলের কোচের দায়িত্বে কে আছেন সেটা জানতে কি ওয়ার্ড সার্চ করে দেখা যায়, বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেট কোচ রাসেল ডমিঙ্গো। ২০১৯ সালের আগস্টে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হিসেবে যুক্ত হন তিনি। ২০২১ চুক্তি নবায়নের মাধ্যমে আরও দুই বছর অর্থ্যাৎ ২০২৩ সাল পর্যন্ত দায়িত্বপালনের জন্য চুক্তিবদ্ধ হন তিনি।
আরো সার্চ করে দেখা যায়, চলমান বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচের কোচের দায়িত্বে রয়েছেন রাসেল ডমিঙ্গোই। গত ১৪ নভেম্বর অনলাইন পোর্টাল ঢাকা পোস্টে 'ঢাকায় ফিরেছেন রাসেল ডমিঙ্গো' শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশ বনাম ভারত দ্বিপাক্ষিক সিরিজের কোচের দায়িত্ব পালনের জন্য নিজ দেশ থেকে ঢাকায় ফেরেন রাসেল ডমিঙ্গো। অর্থ্যাৎ, চলমান বাংলাদেশ-ভারত সিরিজেও তিনি কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। স্ক্রিনশট দেখুন--
অর্থ্যাৎ চটকদার শিরোনাম দিয়ে খবরের বিস্তারিত অংশটি আরেকটি অনলাইন পোর্টালে প্রকাশিত পুরোনো ভিন্ন খবর হুবহু কপি করে প্রকাশ করা হয়েছে আলোচ্য অখ্যাত অনলাইন পোর্টালটি।
সুতরাং, খবরের বিষয়বস্তুতে ভিন্ন খবর দিয়ে শিরোনামে পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আকরামের বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হিসেবে দায়িত্ব নেয়ার ভিত্তিহীন খবর প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।