সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক অ্যাকাউন্ট, পেজ এবং গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, সৌদিতে আল নাসরের খেলা দেখতে এসেছেন পর্ণ তারকা এলেক্স স্টার। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২৭ ফেব্রুয়ারি 'CR Shiblo' নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে "নটি আমেরিকার তারকা খেলোয়াড় এখন সৌদিতে। মেসির খেলা দেখা বাদ দিয়ে রোনালদোর খেলা দেখতে আসলো সে" ক্যাপশনে একটি পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ছবিটি এডিটেড। মিশরের ক্রীড়া উপস্থাপক সাইমা সাবেরের একটি ছবির চেহারার স্থলে এডিট করে ভিন্ন ছবি বসিয়ে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।
আলোচ্য ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে মাধ্যমে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে 'shimaasaber' নামের ভেরিফাইড অ্যাকাউন্টে গত ২২ ফেব্রুয়ারি প্রকাশিত মূল ছবিটি সহ একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টের ক্যাপশনে উল্লেখ করা হয়, "Thanks for the warm welcoming Al Nassr. And something sweet like this" (অনূদিত )। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, প্রাপ্ত তথ্য অনুযায়ী কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে মিশরের কায়রো ভিত্তিক সাইট 'cairoscene'-এ "Is This Egypt's Sexiest Sports Anchor?" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মিশরে একজন মহিলা ক্রীড়া উপস্থাপক থাকাটাই বড় ব্যাপার, সেখানে মিশরের সাইমা সাবের সারা বিশ্বে আলোচিত হয়ে উঠেছে (অনূদিত ও সংক্ষেপিত)।
এবারে ফেসবুকের আলোচ্য ছবি (বামে) ও সাইমা সাবেরের মূল ছবিটির (ডানে) মধ্যে পাশাপাশি তুলনা দেখুন-
অর্থাৎ আলোচ্য ছবিটি মিশরের ক্রীড়া উপস্থাপক সাইমা সাবেরের ছবিকে এডিট করে তৈরি করা হয়েছে। তবে আমেরিকান পর্ন তারকা এলেক্স স্টার সৌদিতে খেলা দেখতে এসেছিল কিনা, তা যাচাই করে দেখেনি বুম বাংলাদেশ।
উল্লেখ্য সাইমা সাবের তার ইনস্টাগ্রাম পোস্টে একই জায়গায় ভিন্ন আঙ্গিকে তোলা আরো একটি ছবি প্রকাশ করেছেন। ছবিটি দেখুন--
সুতরাং ফেসবুকে এডিটেড ছবি ব্যবহার করে আল নাসর এর খেলা দেখতে পর্ন তারকা এলেক্স স্টার সৌদিতে এসেছেন মর্মে যে তথ্য প্রচার করা হচ্ছে; তা বিভ্রান্তিকর।