সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে পোস্ট করে বলা হচ্ছে, বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ২০১৯ সালে তানজিন আসিমা নামে একটি মেয়েকে উত্যক্ত করেছিলেন এবং এ কারণে তখন তাকে সাধারণ ছাত্ররা গণপিটুনি দেয়, ছবিটি গণপিটুনিতে আহত অবস্থায় তোলা তার ছবি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২০ সেপ্টেম্বর "ব্রিটিশ আওয়ামীলীগ সাপোর্ট টিম🇧🇩" নামে একটি ফেসবুক একাউন্ট থেকে একটি ছবি পোস্ট করে বলা হয়, "ছেলেটা কে? ভালো করে দেখেন চিনে যাবেন। ২০১৯ সালে আজকের দিনে, মানে ১৯ সেপ্টোম্বর ঢাবি তে তানজিন আসিমা নামের একটি মেয়েকে উত্যক্ত করার জন্য ক্যাম্পাসে সাধারণ কোমলমতি ছাত্রদের হাতে গনপিটুনি খায় সে। আজ সেই গন পিটুনির ৫ বছর পূর্ণ হলো।এই ছেলেকে চিনেন আপনারা। বলেন তো কে এই ছেলে??? #Bangladesh #todaybestphotochallenge #BMW #SaveBangladeshiStudents"। পোস্টটিতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মুখমণ্ডলে জখম হওয়া একটি ছবি শেয়ার করতে দেখা যায়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবৈধভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিলসহ ৩ দফা দাবিতে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ওই কর্মসূচিতে শিক্ষার্থীদের উপরে হামলা চালায় ছাত্রলীগ। সে সময়ে ছাত্রলীগের ওই হামলায় আহত হন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া, ছবিটি তখন তোলা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা হন আসিফ মাহমুদ।
কি-ওয়ার্ড সার্চ করে ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর অনলাইন পোর্টাল বার্তা টোয়েন্টিফোরের ইউটিউব চ্যানেলে "ঢাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা | Barta24.com" শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির ১ মিনিট ৪৫ সেকেন্ডে মুখে আঘাতপ্রাপ্ত হয়ে এবং একই পোশাকে আসিফ মাহমুদকে দেখতে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে ওই একই দিনে অর্থাৎ ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর "ঢাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে ছাত্রলীগের হামলা" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে বলা হয়, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদে এ হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। অবৈধভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিলসহ ৩ দফা দাবিতে কর্মসূচিতে এই হামলা করা হয়।"। উক্ত প্রতিবেদনেও একই পোশাক পরে এবং একইভাবে আঘাতপ্রাপ্ত আসিফ মাহমুদের আহত অবস্থার একটি ছবি দেখতে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। কোনো নারীকে উত্যক্ত করার কারণে গণপিটুনিতে নয় বরং রাজনৈতিক কর্মসূচি পালনকালে ছাত্রলীগের হামলায় আঘাতপ্রাপ্ত অবস্থায় আসিফ মাহমুদের আলোচ্য ছবি ও ভিডিওটি ধারণ করা হয়েছিল।
সুতরাং ছাত্রলীগের হামলায় আহত অবস্থায় ধারণকৃত আসিফ মাহমুদের পুরোনো একটি ছবিকে বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে।