সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে পোস্ট করে বলা হচ্ছে, বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
৯ ঘন্টা আগে 'Sheikh Enan' নামে একটি আইডি থেকে পোস্ট করে বলা হয়, "অভিনন্দন ড.শিরিন শারমিন চৌধুরী নবনিযুক্ত মহামান্য রাষ্ট্রপতি,দেশের প্রথম নারী ও ২২ তম রাষ্ট্রপতি।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টে করা দাবিটি সঠিক নয়। বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সেটা ফেব্রুয়ারির ২৪ তারিখের আগে জানার সুযোগ নেই।
কি-ওয়ার্ড সার্চ করে অনলাইন পোর্টাল ঢাকা পোস্টের ওয়েবসাইটে গত ১৫ জানুয়ারি '২৪ জানুয়ারি থেকে ২৩ এপ্রিলের মধ্যে রাষ্ট্রপতি ভোট : ইসি আলমগীর' শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে ‘প্রক্রিয়া’ শুরু হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। সেক্ষেত্রে ২৪ জানুয়ারি থেকে ২৩ এপ্রিলের মধ্যে রাষ্ট্রপতি ভোট করতে হবে।" ওই প্রতিবেদনে আরও বলা হয়, "সংবিধানের ১২৩ অনুচ্ছেদে বলা হয়েছে, (১) রাষ্ট্রপতি পদের মেয়াদ অবসানের কারণে এ পদ শূন্য হইলে মেয়াদ সমাপ্তির তারিখের আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।" আগামী ২৩ এপ্রিল বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দ্বিতীয় মেয়াদে গৃহীত দায়িত্বের মেয়াদ শেষ হবে। তাই, সে তারিখের ৩ মাস আগে অর্থ্যাৎ ২৪ জানুয়ারি থেকে এরপরের ৩ মাসের মধ্যেই কোনো একদিন পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করা হবে। স্ক্রিনশট দেখুন--
আরও অনুসন্ধান করে দৈনিক ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের বাংলা ভার্সনে গত ২০ জানুয়ারি 'রাষ্ট্রপতি নির্বাচন: আলোচনায় ৬ জন' শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হওয়ার পথে। তাই পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে যাদের নাম আলোচনায় আছে তাদের মধ্যে বর্তমান স্পিকার শিরিন শারমিনের নাম অন্যতম। স্ক্রিনশট দেখুন--
অর্থ্যাৎ, শিরিন শারমিন চৌধুরীর নাম আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে অন্যতম হিসেবে বিবেচিত হচ্ছে। তবে, এখনো রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তাই, শিরিন শারমিনই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কি না সেটি এখনো নিশ্চিত নয়।
এদিকে স্পিকার শিরিন শারমিনের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ব্যাপারে কোনো আপডেট বা পোস্ট খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, শিরিন শারমিন চৌধুরীই পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন এ বিষয়ে নিশ্চিত কোন খবর গণমাধ্যমেও খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, বর্তমান স্পিকার শিরিন শারমিনকে নবনিযুক্ত রাষ্ট্রপতি হিসেবে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।